ডা. মুহম্মদ জাফর ইকবালের উক্তি । জীবন সমৃদ্ধ ও দিক নির্দেশক
মুহম্মদ জাফর ইকবাল ২৩ ডিসেম্বর ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি হলেন বাংলাদেশী কথা সাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক। পাশাপাশি তিনি কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি শুরু করেন। তিনি ক্রুগো, ট্রাইটন একটি গ্রহের নাম, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার, ওমিক্রমিক রূপান্তর, টুকুনজিলযারা বায়োবট সহ মোট ৫০টি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেন। এছাড়া তিনি বেশ কিছু ছোটগল্প ও উপন্যাস রচনা করেছেন। তিনি ২০০৪ সালে বাংলা একাডেমি পুরস্কার, লাভ করেন। জাফর ইকবালের ছোটবেলা কেটেছে বেশ রোমাঞ্চ নিয়ে। আত্মপ্রকাশে আজকের আয়োজনে থাকছে ড. মুহম্মদ জাফর ইকবালের উক্তি ও বিখ্যাত বাণী সমাবেশ।
মুহম্মদ জাফর ইকবালে উক্তি ও বাণী সমাবেশ
সময়ে সময়ে বিভিন্ন কারণে আলোচিত ও সমালোচিত গুণী লেখক মুহম্মদ জাফর ইকবাল। কিশোর উপন্যাস থেকে শুরু করে বৈজ্ঞানিক কল্পকাহিনী , কোন ক্ষেত্রে অবদান রাখেননি তিনি। বিভিন্ন রচনা এবং লেখায় মুহম্মদ জাফর ইকবালের বিখ্যাত উক্তি ও বাণীগুলো ০৪ টি ভাগে ভাগ করে সাজানো হয়েছে।
রচনার ভাগসমূহ
মুহম্মদ জাফর ইকবালের জীবনবোধ সম্পন্ন উক্তি
শিশু কিশোরদের মন বুঝার জন্য মুহম্মদ জাফর ইকবালের বিকল্প এই সময়ে নেই বললেই চলে। পাশাপাশি বড়দের মন জয়েও তিনি সিদ্ধহস্ত। আর তা সম্ভব হয়েছে তাঁর চমৎকার জীবনবোধের কারণে। বিস্তারিত জানতে মুহম্মদ জাফর ইকবালের জীবনী পড়ে নিতে পারেন। জীবন নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উক্তিগুলো নিম্নরুপ।

“আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে।”
“দুঃখটা এতো বেশী সস্তা যে, এটা খুব সহজে সবার কাছ থেকে পাওয়া যায়।”
“সুখ হচ্ছে প্রজাপতির মতো। ধরতে গেলে ধরা দেয়না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে। তাই সুখের পিছনে ছুটতে নেই।”
“সাদা পোশাক নয়, রঙ্গিন পোশাকে মোড়ানোও কিছু লাশ আছে, যারা জীবিত থেকেও মৃত লাশ হয়ে আছে.!”

“কোনো মেয়েকেই কোনো মেয়ের সাথে তুলনা করা যায় না….
কারন প্রতিটা মেয়েই আলাদা আলাদা ভাবে সুন্দর।”
“কিছু কথা না হয় না বলাই থাকুক!
কিছু কিছু কথা বলতে বলতেও বলা হয়ে ওঠে না। সেগুলো মনের ডায়েরিতে জমা হয়ে থাকে।”
“শুধুমাত্র নিশ্বাস নিয়ে বেঁচে থাকা আর সত্যিকারের বেঁচে থাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে!!!”
“অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।”

“মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা।”
“শুধুমাত্র নিশ্বাস নিয়ে বেঁচে থাকা আর সত্যিকারের বেঁচে থাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে !!!”
“সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই।”
“জীবন নামক অংক টা বড় অদ্ভুত, কখন যে সুখ গুলো বিয়োগ হয়ে দুঃখ গুলো যোগ হয়ে যায় বুঝাই যায় না!”

“যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না”
“শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না “
“বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেয়া উচিত।”
“কিছু ত্যাগ না করে কখনো কিছু পাওয়ার স্বপ্ন দেখবেন না। অপেক্ষাকৃত ভাল কিছু পাওয়ার জন্য ভালো কিছুকে ত্যাগ করতে শিখুন।”
“একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়।”
এমন চমৎকার জীবনবোধ সম্পন্ন অন্যান্য গুণী মানুষদের উক্তি নিম্নরুপ লিংকে।
প্রেম ও ভালোবাসা নিয়ে মুহম্মদ জাফর ইকবালের বাণী সমূহ
প্রত্যেক মানুষই প্রেমের সারথী। প্রত্যকের জীবনেই প্রেম আসে। মুহম্মদ জাফর ইকবাল তার ব্যতিক্রম নয়। প্রেম ও ভালোবাসা নিয়ে মুহম্মদ জাফর ইকবালের চমৎকার বাণীগুলো নিম্নরুপ।

“ভালবাসার সময় গুলে ভাবিনী কখনো দুঃখের স্মৃতি হয়ে আমাকে এতটা দুঃখ দিবে।”
“অভিযোগ কখনো ঘৃণা থেকে আসেনা, ভালোবাসা থেকে আসে! যার উপর যার ভালোবাসা বেশী,তার উপর তার অভিযোগ গুলোও বেশী!!”
“ভালোবাসায় সবচেয়ে মূল্যবান উপহার হলো “সময়”।”
“অপ্রকাশিত ভালোবাসা গুলোই সুন্দর।”
“তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ণ কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে।”

“কখনো কখনো দূর থেকে ভালোবাসার মধ্যে অন্য রকম এক ভালো লাগা কাজ করে। এই ভালোবাসা শুধু মাত্র তারাই বুঝবে, যারা সত্যিকারে কখনো কাউকে ভালোবেসেছে।”
“পৃথিবীতে সবচেয়ে সুখ কি জানো মায়ের হাতে আদর সবচেয়ে কস্ট কি জানো মায়ের চোখের পানি সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মায়ের ভালোবাসা ।”
“পৃথিবীতে সবচেয়ে সুখ কি জানো? মায়ের হাতের আদর। সবচেয়ে কষ্ট কি জানো? মায়ের চোখের পানি। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মায়ের ভালোবাসা।”
“সুন্দর মানুষ সব সময় ভালো হয়না। কিন্তু ভালো মানুষ সব সময়ই সুন্দর হয়।”
“একজন নারীকে কখন বেশি সুন্দর লাগে??
যখন সে মা হয়ে সন্তান কে আদর করে আর প্রেমিকা হয়ে প্রেমিকের প্রতি বিরক্ত হয়। কারন এই দুইয়ে কোনো গলদ নেই।”
ভালোবাসা ও প্রেম নিয়ে বিখ্যাত ব্যক্তিত্বের বাণী ও উক্তিগুলো নিম্নরুপ।
- প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় উক্তি মেলা
- তসলিমা নাসরিনের উক্তি এবং কবিতাংশ ।
- প্রেম ও ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের উক্তি
জাতি ও দেশ নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উক্তিসমূহ
দেশ ও দেশের মানুষ নিয়ে তিনি বরাবরই চিন্তিত। আর তার চিন্তিত স্বত্ত্বা থেকেই বের হয়ে অতি সত্য কিছু রচনা ও উক্তি। দেশ নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উক্তিগুলো নিম্নরুপ।

“চোরে চোরে মাসতুতো ভাই, সবাই মিলে দেশ খাই।”
“পাকিস্তান, তোমরা কি ভাবে নাক গলাও? তোমাদেরতো নাকই নেই , ৭১ সালে আমরা তোমাদের নাক কেটে দিয়েছি।”
“এ-বদ্বীপে দালালি ছাড়া- ফুলও ফোটে না, মেঘও নামে না।”
দেশ ও জাতি নিয়ে গুণী মানুষদের ভাবনা জানতে পড়ুন নিম্নলিখিত লিংক।
বিরহ নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উক্তি
যে ভালোবাসতে জানে বিরহ তাঁর ঘরেই বাসা বাঁধে। বিরহ নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উক্তি ও বাণী নিম্নরুপ।

“ভালো থেকো “- বলে চলে যাওয়ার সময় মানুষটি একটা বারও চিন্তা করে না অপর পাশের মানুষটির ভালো থাকার কারণই সে নিজে।”
“প্রতিটা বাগানে লেখা থাকে, “ফুল ছেড়া নিষেধ” যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে, “কারো মন ভাঙ্গা নিষেধ ” তাহলে পৃথিবীটা সত্যিই সুন্দর হতো।”

“একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করেনা। যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে।”
“চেহারা দেখে যদি মানুষ চেনা যেতো
তাহলে ভুল মানুষের প্রেমে
পরে কাওকে এত কাঁদতে হতো না।”
মুহম্মদ জাফর ইকবালের জীবন বেশ সংগ্রামী। তাঁর পরিবারও বেশ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন। তাঁর বড় ভাই, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাভাবিকভাবেই সাহিত্য ও সমৃদ্ধ জীবনবোধ তাঁর রক্তে মিশে আছে। মুহম্মদ জাফর ইকবালের উক্তি ও বাণী তরুণ সমাজকে বেশ ভালো ভাবেই আকৃষ্ট করে। তিনি চির কিশোরের মন নিয়েই বেঁচে থাকবেন।