রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সম্ভার। আলোচিত ও জনপ্রিয় উক্তি মেলা

উপমা দিয়ে শেষ করা যাবে না এমন এক বাঙ্গালী সাহিত্যিকের নাম বললে প্রথম নামটি আসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁকে ভূষিত করা হয়েছে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি সহ অসংখ্য ভূমিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যকে দিয়ে গিয়েছেন অসংখ্য শিল্পকর্ম, করে গিয়েছেন অনবদ্য কিছু সৃষ্টি। যা আজো মানুষের পথ চলার সঙ্গী, বেঁচে থাকার অনুপ্রেরণা। তিনি তার গল্প কবিতায় করে গিয়েছেন অসংখ্য উক্তি যা আজো মানুষকে অনুরণিত করে। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ও বাণী নিয়েই আত্মপ্রকাশের আজকের আয়োজন। বেছে নেয়া হয়েছে আলোচিত ও জনপ্রিয় বেশ কিছু উক্তি। 

মনুষ্যত্ব ও  মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সমূহ

কবিগুরু রবীন্দনাথ ঠাকুরের উক্তি সমূহকে সাতটি ভাগে ভাগ করে, এখানে উপস্থাপন করা হয়ে হয়েছে।

রচনার ভাগসমূহ

 

মানুষ এবং মনুষ্যত্ব নিয়ে উক্তি করেননি এমন কবি সাহিত্যিক নেই বললেই চলে। তন্মধ্যে মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি গুলো বরাবরই আলাদা এবং বাস্তব সম্মত। তাঁর মত করে মানুষকে বুঝা এবং উপস্থাপন করার ক্ষমতা সৃষ্টিকর্তা খুব সাহিত্যিকেই দিয়েছেন। নিম্নে মানুষ ও মনুষ্যত্ব নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সমূহের কিছু অংশ দেয়া হলো-

মানুষ-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-bangla-attoprokash - Copy-min
মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর-এক জন্ম সকলকে নিয়ে”।

“ মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ”।

মানুষ-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-bangla-attoprokash-2 -
মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“ বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না”।

“ মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য ”।

মানুষ-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-bangla-attoprokash-3 - Copy-min
মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না”।

উপরের  রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘রাশিয়ার চিঠি‘ প্রবন্ধ থেকে চয়ন করা হয়েছে।

“কাঁচা আমের রসটা অম্লরস— কাঁচা সমালোচনাও গালিগালাজ। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া উঠে”।

উপরোক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘জীবনস্মৃতি’ গ্রন্থের ‘ভারতী’ প্রবন্ধ থেকে সংগ্রহ করা হয়েছে।

মানুষ-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-bangla-attoprokash-4 - Copy-min
মানুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হইয়া উঠে– এইখানেই মানুষের পতন।

উপরোক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ‘কালান্তর গ্রন্থের ‘লোকহিত’ প্রবন্ধ থেকে সংগ্রহ করা হয়েছে।

“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ”।

আরো পড়ে নিতে পাড়েন, মানুষ ও মনুষ্যত্ব নিয়ে >> কাজী নজরুল ইসলামের উক্তি

জীবনবোধ ও জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

জীবন ধারণ করা আর জীবনকে গভীরভাবে বুঝার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকে দেখেছেন অন্যভাবে, অন্য চোখে। জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি এবং বাণী গুলো পর্যবেক্ষণ করলে তা বোধ করা কঠিন কিছু হবে না।

জীবন-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-life-bangla-attoprokash-2
জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না ”।

“বিনয় একটা অভাবাত্মক গুণ। আমার যে অহংকারের বিষয় আছে এইটে না মনে থাকাই বিনয়, আমাকে যে বিনয় প্রকাশ করিতে হইবে এইটে মনে থাকার নাম বিনয় নহে।”

“আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে তবে অন্য কোনো আমিত্ব লাভ করিয়া তাহা হইতে নিষ্কৃতি পাইব না।”

“ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ”।

“নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়”।

“অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না ”।

“কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি”।

“ কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে ”।

“অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে”।

“যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে”।

জীবন-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-life-bangla-attoprokash
জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট”।

“হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে ”।

“সংসারের কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভাল বই লিখিবে ”।

“যে ছেলে চাবামাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনকালে সুখী হতে পারেনা।”

“ সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে ”।

“ রুদ্র, তোমার দারুণ দীপ্তি
এসেছে দুয়ার ভেদিয়া;
বক্ষে বেজেছে বিদ্যুৎবাণ
স্বপ্নের জাল ছেদিয়া ”।

“ভৈরব, তুমি কী বেশে এসেছ,
ললাটে ফুঁসিছে নাগিনী,
রুদ্র-বীণায় এই কি বাজিল
সুপ্রভাতের রাগিণী? ”

“ লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই ”।

“উপার্জনে আমাদের সুযোগ কম বলেই আসক্তি সঞ্ছয়ে ভিতু আমরা”।

“তর্কের বেলায় গৃহিণীর যুক্তিকে অকাট্য বলে কাজের বেলায় নিজের যুক্তিতে চলাই সৎ পরামর্শ”।

জীবন-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-life-bangla-attoprokash-2 (2) - Copy-min
জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“সংসারে সেরা লোকেরাই কুড়ে এবং বেকার লোকেরাই ধন্য। উভয়রে সম্মিলন হলেই মণি কাঞ্চন যোগ। এই কুঁড়ে বেকারে মিলনের জন্যইতো সন্ধ্যেবেলাটার সৃষ্টি হয়েছে।যোগীদরে জন্য সকালবেলা রোগীেদের জন্য রাত্রি কাজের লোকদের জন্য দশটা-চারটে।”

“ সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই”।

“ অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়– সেখান হইতে রাগ-দ্বেষের দ্বন্দ্বকোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না”।

“নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়?”

“পৃথিবীতে সকলের চেয়ে বড়ো জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি , তাহার জন্য দরদস্তুর করিতে হয় না । মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড়ো তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না”।

“নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,/ ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।/ নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;/ কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে”।

“যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না তাহারাই অন্যকে বিশ্বাস করে”।

উপরোক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘জীবনস্মৃতি- বিলাত‘ থেকে সংগ্রহ করা হয়েছে ।

জীবন-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-life-bangla-attoprokash-3 - Copy - Copy-min
জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“বিবাহ না করিয়া ঠকা ভালো, বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল”।

উপরোক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘চোখের বালি’ উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে।

“তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য।”

“স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না”।

“কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি ”।

“মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক/সত্যেরে লও সহজে”।

“ যায় যদি লুপ্ত হয়ে থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল ”।

“ তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি ”।

“নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়?”

“সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই ”।

জীবন-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুর-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-life-bangla-attoprokash-4-min
জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“ এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা। ”

“হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!”

“অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়া উঠে”।

“অতীতকাল যত বড় কালই হোক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যে জয় করবার শক্তি আছে”।

“কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।”

বিশ্বাস-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুর-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-trust-bangla-attoprokash-2 - Copy-min
বিশ্বাস নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“অপর ব্যাক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোন মাহাত্ম্য নাই, কারণ চলিবার শক্তিলাভই যথার্থ লাভ, অগ্রসর হওয়া মাত্র লাভ নহে”।

“নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নাই”।

“যৌবনই ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের”।

“এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি – রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”।

“আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না”।

“পাশে দাঁড়িয়ে অথবা পানির দিকে তাকিয়ে আপনি কখনোই সমুদ্র অতিক্রম করতে পারবেন না”।

“ছেঁড়া পাপড়ির মধ্যে আপনি ফুলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারেন না”।

“নিজের দুর্বলতার জন্যের অন্যের শক্তিকে হীন করো না”।

“নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়”।

“চন্দ্রের যে কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোন দাগ পড়ে না”।

সময়-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-time-bangla-attoprokash-2 - Copy-min
সময় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“সত্যকে যখন অন্তরের মধ্যে মানি তখনই তাহা আনন্দ, বাহিরে যখন মানি তখনই তাহা দুঃখ। অন্তরে সত্যকে মানিবার শক্তি যখন না থাকে তখনই বাহিরে তাহার শাসন প্রবল হইয়া উঠে। সেজন্য যেন বাহিরকেই ধিক্কার দিয়া নিজেকে অপরাধ হইতে নিষ্কৃতি দিবার চেষ্টা না করি”।

“প্রত্যেকের সাধ্যমতো যে ভালো সেই তাহার সর্বোত্তম ভালো, তাহার চেয়ে ভালো আর হইতে পারে না—অন্যের ভালোর প্রতি লোভ করা বৃথা”।

“কলস যত বড়ই হউক না, সামান্য ফুটা হইলেই তাহার দ্বারা আর কোনো কাজ পাওয়া যায় না। তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়”।

“হাল ছাড়ব না, কিন্তু কোন দিক বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও বুদ্ধিসংগত তার একটা জবাব না দিই তবে, মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া”।

“যে মরিতে জানে সুখের অধিকার তাহারই। যে জয় করতে ভোগ করা তাহাকেই সাজে”।

“সংসারেতে ঘটিতে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়”।

“যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না তাহার সুখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন কেন রাখিবেন”।

“হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে”।

আরো পড়ে নিতে পাড়েন, জীবন ও জীবনবোধ  ও সমাজ নিয়ে >> রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ উক্তি

পুরুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

পুরুষ মানুষের মন বুঝা সহজ, এ কথা অনেকেই বলে থাকেন। কিন্তু প্রকৃত অর্থে তাঁর স্বরুপ বুঝা মোটেই সহজ সাধ্য ব্যাপার নয়। যা বুঝিয়ে দিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পুরুষের স্বরুপ নিয়ে বিভিন্ন উক্তির মাধ্যমে। নিম্নে পুরুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সমূহের সংগৃহীত কিছু অংশ দেয়া হলো –

পুরুষ-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-man-bangla-attoprokash-৩ - Copy-min
পুরুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“ নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে ”।

“স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না”।

পুরুষ-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-man-bangla-attoprokash-২ - Copy-min
পুরুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করিতে পারে”।

“বিধাতা আমাদের বুদ্ধি দেনটি কিন্তু স্ত্রী দিয়েছেন, আর তোমাদের বুদ্ধি দিয়েছেন; তেমনি সঙ্গে সঙ্গে নির্বোধ স্বামীগুলোকেও তোমাদের হাতে সমর্পণ করেছেন। – আমাদেরই জিত”।

পুরুষ-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-man-bangla-attoprokash - Copy-min
পুরুষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

নারী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

নারীর মন বুঝা দায়, এ কথা শুনেননি এমন মানুষের সংখ্যা হাতে গুণা যাবে। কবি রবীন্দ্রনাথ ও হয়ত তাঁর বাহিরে নয়। তবে নারী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীতে উঠে এসেছে নারীদের নিয়ে অনেক কথা, ঘটনা এবং অনুধাবণ।

“পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।”

নারী-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-women-bangla-attoprokash-৩-min
নারী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে ”।

“সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে – যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে; সে নিতান্ত নিরীহ”।

“মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে , কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে । মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে , কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে , সেইজন্যই তাড়া”।

“যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে”।

প্রেম ও ভালবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রেম, ভালবাসার কবিও বলা হয়ে থাকে। প্রেম ভালবাসা না থাকলে হয়ত সাহিত্যিক হওয়া যায় না। ভালবাসাকে তিনি দেখেছেন স্বরুপেই। প্রেমের মহিমাও ব্যাখ্যা করেছেন অসাধারণভাবে। প্রেম ভালবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সমূহের কিছু অংশ উল্লেখ করা হলো।

প্রেম-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-love-bangla-attoprokash-৩ - Copy-min
ভালবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় ”।

“ সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব –
আঁধারে মিশে গেছে আর সব।। ”

“পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি”।

“আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়”।

“সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত ”।

“তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা। ”

“প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ”

“ আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস–
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো”।

ভালবাসা-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুর-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-love-bangla-attoprokash-৩ - Copy-min
ভালবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের
রঙিন স্বপন মাখা ।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান”।

“সত্যকার আদর্শ লোক সংসারে পাওয়া দুঃসাধ্য। ভালবাসার একটি মহান্‌ গুণ এই যে, সে প্রত্যেককে নিদেন এক জনের নিকটেও আদর্শ করিয়া তুলে।”

“প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।”

উপরোক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘অরূপরতন’ নাটক থেকে সংগ্রহ করা হয়েছে।

“বেদনা থেকে যে আনন্দের উৎপত্তি, সে আনন্দের তুলনা নেই”।

“নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলায় নির্মম হতে হবে”।

“কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি ”।

“মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে”।

“ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত”।

ভালবাসা-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-love-bangla-attoprokash-৩ (1) - Copy-min
ভালবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে।”

“ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?”

“আমার মৃত্যুকালে তোমাকে যে- কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও- না কেন আমি বহন করিতে পারিব।”

“আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম”।

“ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হলো একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে”।

“প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন”।

আরো পড়ে নিতে পাড়েন, প্রেম ও ভালোবাসা নিয়ে >> জালালউদ্দিন রুমির উক্তি

বাঙ্গালী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী

“ সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি ”।

বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

বন্ধু আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বা যাকে ছাড়া আমরা জীবন কল্পনা করতে পারি না। সব সাহিত্যিকই বন্ধু নিয়ে অনেক কথা বলে গেছেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুত্বের স্বরুপ এত সুনিপুণভাবে চিনেছিলেন যা অন্য সাহিত্যিকদের জন্য তুলনায় আসে না। বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি গুলো বন্ধুকে চিনতে জানতে আমাদের সর্বদা সাহায্য করবে।

বন্ধু-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-friends-bangla-attoprokash-৩ - Copy
বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ ”।

“ আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই ”।

“আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি আমাদের সকলের নাই। বন্ধু হইতে গেলে সঙ্গদান করিতে হয়। অন্যান্য সকল দানের মতো এ দানেরও একটা তহবিল দরকার, কেবলমাত্র ইচ্ছাই যথেষ্ট নহে”।

উপরোক্ত রবীন্দ্রনাথের বাণী ‘পথের সঞ্চয়’ গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।

বন্ধু-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-friends-bangla-attoprokash-৩ (1)
বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

ধর্ম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী সমূহ

ধর্ম নিয়ে লিখতে অনেক বড় বড় সাহিত্যিকরাই দ্বিধা দ্বন্ধে ভুগেছেন। এই বিষয়টি স্পর্শকাতর হওয়াতে গভীর জ্ঞান না থাকলে ধর্ম নিয়ে লেখা কঠিন কাজ। ধর্ম এবং সৃষ্টিকর্তার স্বরুপ বুঝা সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে যতটা কঠিন, কবিগুরুর কাছে ততটা ছিল না। নিম্নে ধর্ম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সমূহের কিছু অংশ দেয়া হলো-

‘ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সে জন মারে আর শুধু মরে’।

“ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে”

ধর্ম-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-religion-bangla-attoprokash-৩ - Copy-min
ধর্ম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত”

সাহিত্য ও শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

শিক্ষার মাধ্যমেই সাহিত্যের উন্নয়ন সম্ভব। অথচ আমরা যেভাবে শিক্ষিত হচ্ছি বা আমাদের শিক্ষার যে ধরণ তা সত্যি শিক্ষার প্রসার ঘটায়! এই প্রশ্নের উত্তর আমরা শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি থেকেই পেয়ে যাবো। যা তিনি উল্লেখ করেছে অত্যন্ত সুনিপুণভাবে।

“শিক্ষা যারা আরম্ভ করেছে গোড়া থেকেই বিজ্ঞানের ভাণ্ডারে না হোক, বিজ্ঞানের আঙিনায় তাদের প্রবেশ করা অত্যাবশক, এই জায়গায় বিজ্ঞানের সেই প্রথম পরিচয় ঘটিয়ে দেবার কাজে সাহিত্যর সহায়টা স্বীকার করলে তাতে অগৌরব নেই”।

“মুখস্থ করিয়া পাস করাই তো চৌর্যবৃত্তি! যে ছেলে পরীক্ষাশালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়; আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া লয়, অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায়, সেই-বা কম কী করিল?”

“সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে”।

শিক্ষা-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-education-bangla-attoprokash-৩ (1)-min
শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“যে শিক্ষা স্বজাতির নানা লোকের নানা চেষ্টার দ্বারা নানা ভাবে চালিত হইতেছে তাহাকেই জাতীয় বলিতে পারি। স্বজাতীয়ের শাসনেই হউক আর বিজাতীয়ের শাসনে হউক, যখন কোনো একটা বিশেষ শিক্ষাবিধি সমস্ত দেশকে একটা কোনো ধ্রুব আদর্শে বাঁধিয়া ফেলিতে চায় তখন তাহা জাতীয় বলিতে পারি না—তাহা সাম্প্রদায়িক, অতএব জাতির পক্ষে তাহা সাংঘাতিক”।

“শিক্ষা কোনো দেশেই সম্পূর্ণত ইস্কুল হইতে হয় না এবং আমাদের দেশেও হইতেছে না। পরিপাকশক্তি ময়রার দোকানে তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়”।

“অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না—বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়াই যায়”।

“অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়—পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়”।

“শিক্ষার অবস্থায় উপকরণের কিছু বিরলতা, আয়োজনের কিছু অভাব থাকাই ভালো; অভ্যস্ত হওয়া চাই স্বল্পতায়। অনায়াসে-প্রয়োজন-জোগানোর দ্বারা ছেলেদের মনটাকে আদুরে করে তোলা তাদের নষ্ট করা”।

“ডাক্তার বলে, প্রতিদিন একই অভ্যস্ত খাওয়া পরিপাকের পক্ষে অনুকূল নয়। ভোজ্য সম্বন্ধে রসনার বিস্ময় না থাকলে দেহ তাকে গ্রহণ করতে আলস্য করে। শিশু-ছাত্রদের একই ক্লাসে একই সময়ে একই বিষয় শিক্ষার পুনরাবৃত্তি করানোতেই তাদের শিক্ষার আগ্রহ ঘুচিয়ে দেওয়া হয়”।

“তুচ্ছ বিষয়টুকুর জন্যও বই নহিলে মন আশ্রয় পায় না।…বইয়ের ভিতর দিয়া জানাকেই আমরা পাণ্ডিত্য বলিয়া গর্ব করি। জগৎকে আমরা মন দিয়া ছুঁই না বই দিয়া ছুঁই”।

“শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি”।

“যেখানে চাষ হইতেছে, কলুর ঘানি ও কুমারের চাক ঘুরিতেছে, সেখানে এ শিক্ষার কোনো স্পর্শও পৌঁছায় নাই। অন্য কোনো শিক্ষিত দেশে এমন দুর্যোগ ঘটিতে দেখা যায় না। তাহার কারণ, আমাদের নূতন বিশ্ববিদ্যালয়গুলি দেশের মাটির উপরে নাই, তাহা পরগাছার মতো পরদেশীয় বনস্পতির শাখায় ঝুলিতেছে”।

শিক্ষা-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-education-bangla-attoprokash-৩ (2) - Copy-min
শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“আমাদের জীবনযাত্রা গরিবের অথচ আমাদের শিক্ষার বাগাড়ম্বরটা যদি ধনীর চালে হয় তবে টাকা ফুঁকিয়া দিয়া টাকার থলি তৈরি করার মতো হইবে”।

“পৃথিবীর উপকার করার ইচ্ছা থাকলেও কৃতকার্য হওয়া যায় না, কিন্তু তার বদলে যেটা করতে পারি সেইটে করে ফেললে অনেক সময় আপনি পৃথিবীর উপকার হয়, নিদেন একটা কাজ সম্পন্ন হয়ে যায়”।

“কেউ কেউ যেমন প্রথম শ্রেণীতে পাস করে, কেউ কেউ তেমনি প্রথম শ্রেণীতে ফেল করে। কিন্তু যারা পাস করে তাদেরই ভিন্ন ভিন্ন শ্রেণী নির্দিষ্ট হয়, যারা ফেল করে তাদের মধ্যে শ্রেণীনির্দেশ করা কেউ আবশ্যক মনে করে নাখা

“আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়”।

“শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য—ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়”।

“বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে তাদের উভয়ের মাঝখানে যে সেতু সেই সেতুটি হচ্ছে ভক্তিস্নেহের সম্বন্ধ। সেই আত্মীয়তার সম্বন্ধ না থেকে যদি কেবল শুষ্ক কর্তব্য বা ব্যবসায়ের সম্বন্ধই থাকে তা হলে যারা পায় তারা হতভাগ্য, যারা দেয় তারাও হতভাগ্য”।

“ঘুরিয়া ফিরিয়া যেমন করিয়াই চলি না কেন শেষকালে এই অলঙ্ঘ্য সত্যে আসিয়া ঠেকিতেই হয় যে, শিক্ষকের দ্বারাই শিক্ষাবিধান হয়, প্রণালীর দ্বারা হয় না”।

শিক্ষা-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-education-bangla-attoprokash-৩ - Copy-min
শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সব সময় আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর সাহিত্য কর্মের মাধ্যমে। তিনি তাঁর সাহিত্য প্রতিভা দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাকে উজ্জল করেছেন আপন মহিমায়। তাঁর অনবদ্য সৃষ্টি গুলো বরাবরই আমাদের পথ চলার সঙ্গী হয়ে চলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিতে আজো আমরা আমাদের আপন সত্ত্বাকে খুঁজে পাই।

মোঃ ওয়ালীউল্লাহ অলি

http://enlightentricks.com

সমসাময়িক একজন মানুষ। রক্তে মিশে থাকা লেখালেখি থেকেই ব্লগিং এর অনুপ্রেরণা। লিখতে ভালোবাসি। প্রচুর লিখতে হবে, বাঁচতে হলে লিখতে হবে। এই ব্রত মাথায় নিয়েই লিখে চলেছি। বাংলার পাশাপাশি ইংলিশেও ব্লগিং করছি Enlighten Tricks ওয়েবসাইটে।

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *