সাদাত হোসাইন উক্তি ও অনুপদ্যগুচ্ছ । জীবন । প্রেম । ভালোবাসা

সাদাত হোসাইন বাংলাদেশে মাদারীপুরের কালকানিতে ২৯ জুন ১৯৮৪ সালে জন্ম গ্রহন করেছেন।
তিনি নৃবিজ্ঞান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। তিনি কিন্তু তাঁর সপ্নকে বিকিয়ে দেননি। তিনি বর্তমানে একাধারে আলোকচিত্রি, লেখক, কবি ও চলচিত্র নির্মাতা হিসাবে বেশ পরিচিত। নিজের লিখার  সত্ত্বা খুঁজে পান তখন, যখন তাকে একটি সংবাদপত্রে ছবির সাথে গল্প জুড়ে দিতে বলা হয়। এই লিখাকে কেন্দ্র করে তিনি তাঁর প্রথম বই ‘গল্পছবি’ প্রকাশ করেন ২০১৩ সালে। তারপর থেকে তিনি তার একের পর এক লেখা ছোটগল্প, কবিতা,  এমনকি উপন্যাসও প্রকাশ করতে শুরু করেন। তাঁর লেখার বিশেষত্ব হলো তিনি পাঠকের মন জয় করেন শব্দের খেলা দিয়ে। সাদাত হোসাইন এর বই অন্দরমহল, ছদ্দবেশ, আরশিনগর, অর্ধবৃত্ত এইসব বই দিয়ে তিনি পাঠকের মনে তাঁর জায়গা দখল করে নিয়েছেন।
এ নিয়ে সাদাত হোসাইন মোট ২৬ টি বই প্রকাশ করেন। যার মধ্যে রয়েছে ১৩ টি উপন্যাস । বর্তমানে তিনি চলচিত্র জগতেও তাঁর আবির্ভাব ঘটিয়েছেন। তিনি ২০১৯ সালে ‘গহীনের গান’ সিনেমা দিয়ে তিনি চলচিত্র অঙ্গনে প্রবেশ করেন।  ২০১৬ সালে তিনি শ্রেষ্ঠ নির্মাতা পুরস্কার ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের পাশাপাশি সাহিত্য অবদানের জন্য আরও  চারটি পুরষ্কার পান। আত্মপ্রকাশের আজকের আয়োজনে থাকছে সাদাত হোসাইনের উক্তি ও অনুপদ্যগুচ্ছের সমাবেশ।

সাদাত হোসাইনের উক্তি ও আলোচিত অনুপদ্যগুচ্ছ

হুমায়ূন পরবর্তী সময়ে নিজের অবস্থান শক্ত করে নেওয়া লেখকদের মাঝে সাদাত হোসাইন অন্যতম। তাঁর লেখায় এবং কৌশলে হুমায়ূন আহমেদের ছাপ পাওয়া যাওয়ায় তিনি খুব সহজেই পাঠক হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন। তবে তাঁর বিশেষত্ব হচ্ছে কবিতায়, যেখানে হুমায়ূন আহমেদ হাটেননি। আজকের আয়োজনে সাদাত হোসাইনের উক্তি ও অনুপদ্যগুচ্ছ ক্রমান্বয়ে সাজানো হয়েছে।

রচনার ভাগসমূহ

জীবন বোধ নিয়ে উক্তি

প্রত্যেক মানুষ তাঁর জীবনকে নিজের চোখ দিয়ে দেখে , মন দিয়ে অনুভব করে এবং হৃদয় দিয়ে অবলোকন করে। তবে সবাই তা কলমে ফুটিয়ে  তুলতে পারেনা। সাদাত হোসাইনের জীবনবোধ অত্যন্ত চমৎকার এবং সুনিপণহাতে তিনি কল্মের আগায় নিয়ে আসেন। ব্যক্ত হয় অনুভূতি। জীবনবোধ ও জীবন নিয়ে সাদাত হোসাইনের বাণী ও উক্তি নিম্নরুপ-

মানুষ-নিয়ে-সাদাত-হোসাইনের-উক্তি-sadat-hossain-life-quotes-bengali-bangla-bani-min
মানুষ নিয়ে সাদাত হোসাইনের উক্তি

“আমাদের কিছুই নেই,
অথচ সবটা সময় জুড়ে ভাবি-
এই বুঝি নিঃস্ব হলাম!”

উপরোক্ত সাদাত হোসাইন উক্তিটি অন্দরমহল উপন্যাস থেকে চয়ন করা  হয়েছে।

 

“পৃথিবীতে যে পরিমাণ শ্রেষ্ঠ বাবা ও মা রয়েছেন, তার অর্ধেকও যদি শ্রেষ্ঠ মানুষ থাকতো, তাহলে পৃথিবীটা ক্রমশই নরক হওয়ার বদলে স্বর্গে পরিণত হতো!”

 

“গাঁয়ে ছুটছে মানুষ, সন্ধ্যে হলে পাখি যেমন ঘরের খোঁজে ছোটে,
ক্ষিধে বাড়ছে পেটে, তবুও দ্বিধা আটকে রাখছে মধ্যবিত্ত ঠোঁটে!”

 

“মেঘের মতো ভার হয়ে রয় বুক,
মেঘের মতো থমথমে কী ব্যথা!
মেঘতো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমছে ব্যাকুলতা।”

জীবনবোধ-নিয়ে-সাদাত-হোসাইনের-বাণী-sadat-hossain-life-quotes-bengali-bangla-bani-min
সাদাত হোসাইনের উক্তি

“মানুষ কেন পাখি হতে চায়,
কেন ভাবে, আছে সে ভুল ঠিকানায়?
এ বড় সহজ প্রশ্ন, উত্তর নয়।
মানুষতো আজন্ম পাখি,
উড়ে উড়ে ঠিকানা বদলায়!”

 

“তবু তার দুঃখভার বুক,
পুষে রাখে না বলা অসুখ,
তবু তার মিছে হাসি মুখ,
লুকায় জলোচ্ছ্বাস, আসলে কুহক।”

 

“মানুষ কেন পাখি হতে চায়,
তার গৃহ কেন হয়ে যায় খাঁচা,
কেন ভাবে এতো মায়া মুখ,
তবু তার মিছেমিছি বাঁচা!”

 

“কেন ভাবে যেতে হবে দূর কোনো দেশে,
যেখানে চেনেনা কেউ তারে,
জানেনা কী ফেলে সে এসেছে!”

জীবনবোধ-নিয়ে-সাদাত-হোসাইনের-বাণী-sadat-hossain-life-quotes-bengali-bangla-bani-min
সাদাত-হোসাইনের-উক্তি

“মানুষ মূলত বাঁচে মরে যেতে যেতে,
মানুষ মূলত বাঁচে ঝরে যেতে যেতে।”

 

“যদিও মানুষ ভাবে কফিনের লাশে-
মানুষের মৃত্যু আসে।
অথচ মানুষ মরে রোজ,
যেখানে সে থেকেও নিখোঁজ।
যখন তারার মতো খসে যেতে যেতে
তাকিয়ে সে দেখে, ছিলোনা কোথাও আকাশে!”

 

“মানুষ তাই পাখি হতে চায়,
পাখি নাকি মৃত্যুর আগে, হয়ে যায় একা!
মানুষও পাখির মতই- শেষটা অদেখা।”

 

“আম্মা বলতেন, তোমার পা নরম বলে তোমার জন্য কেউ পুরো পৃথিবীতে নরম মখমলের গালিচা বিছিয়ে দিবে না, কঠিন এই পৃথিবীতে হেঁটে যাওয়ার জন্য তোমাকে তোমার পা-ই শক্ত করতে হবে…”

 

“আলগোছে হেঁটে যাই আলপথ ধরে,
পড়ে থাকে স্মৃতি কিছু কাঁদতে অঝোরে।”

জীবনবোধ নিয়ে অন্যান্য গুণী সাহিত্যিকদের উক্তিগুলো নিম্নলিখিত লিংকে পড়ে নিতে পারেন।

প্রেম ও ভালোবাসা নিয়ে উক্তি

প্রেম ভালোবাসা আসেনি এমন মানুষের সংখ্যা নাই বললেই চলে। জীবনের একটা পর্যায়ে গেলে মানুষের মনে প্রেম আসেই। সে কখন বাসা বাঁধে বুঝা দায়। সে হাসায় , কাঁদায়, পোড়ায়। প্রেম ও ভালোবাসা নিয়ে সাদাত হোসেইনেই উক্তি ও বানী নিম্ন্রুপ-

ভালোবাসা-নিয়ে-সাদাত-হোসাইনের-উক্তি-sadat-hossain-life-quotes-bengali-bangla-bani-ukti-min
সাদাত হোসাইনের উক্তি

“এই যে লোকে লোকারণ্য শহর, সকাল-সন্ধ্যা ভিড় ভাট্টা জাগে,
তবুও এমন একলা লাগার মানে, ‘নিজের একটা মানুষ’ সবার লাগে। “

 

“জানি যাচ্ছি, ফেলে সন্ধ্যা,
সাথে তোমাকেও, স্মৃতিগন্ধা!”

 

“কিছুটা মেঘের মতো ছায়া যদি নামে,
কিছুটা বিষাদ আসে সন্ধ্যার খামে,
সকালের মিহি রোদ, রাত হয়ে যায়,
জেনে নিও, খুঁজে আর পাবেনা আমায়।”

 

“এমন বিষণ্ণ দিন শেষে
যদি খানিক আঁধার এসে,
ভীষণ আপন হয়ে বসে
তোমার আঙুলগুলোর ফাঁকে?
তখন আমার আঙুল ছাড়া
তুমি খুঁজবে কোথায় কাকে?”

 

“আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর…”

 

“সবটুকু কেড়ে নিতে ছেড়ে দেই ,
পেয়ে যাওয়া তোমার আধেক,
অথচ আকাশ ভেবে ,
একটা জীবন শুধু ছুঁয়ে গেছি মেঘ !”

বিরহ-নিয়ে-সাদাত-হোসাইনের-উক্তি-sadat-hossain-life-quotes-bengali-bangla-bani-ukti-min
সাদাত হোসাইনের উক্তি

“কোথায় যাবে, তোমার মানুষ রেখে?
মানুষ কেন হারিয়ে গেলে শেষে, মানুষ পাওয়া শেখে?”

 

“তুমি কি মেঘ?
কী গাঢ়, গভীর, অথচ ছুঁতে গেলে নেই,
তুমি কি জল?
কী স্বচ্ছ, সহজ, অথচ প্রলয় নিমিষেই!”

“যে তারাটি নেই আর যে তারাটি আছে,
যায়নিতো কখনোই কেউ কারো কাছে!”

 

“যতদূর চোখ যায়, যতদূর যায় না,
সবখানে অদ্ভুত, তুমিময় আয়না।”

 

“এই যে আকাশ ছেড়ে গেলে, এতোটা ছিলো না পৃথিবীও,
যে জানেনা আকাশের মানে, তার কাছে দ্বিধাতো আমিও!”

 

“তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
একটা দোয়েল একটা চড়ুই পাখি,
খানিকটা পথ উড়েই এলো, কুড়িয়ে নিল খানিক বিষাদ জমা।”

 

“তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে,
শিমুল ফুলের একটা নবীন কুড়ি,
পড়ল ঝরে অকাতরে, উতল হাওয়ার বুকের ভেতর কে সে প্রিয়তমা!”

বিরহ-নিয়ে-সাদাত-হোসাইনের-উক্তি-sadat-hossain-life-quotes-bengali-bangla-bani-ukti-min
সাদাত হোসাইনের উক্তি

“তোমার জন্য অপেক্ষাতে দাঁড়িয়ে ছিলাম বলে,
মেঘ বলেছে খানিক আঁধার ঢেলেও,
বৃষ্টি আসুক আর কিছুক্ষণ পরে।”

 

“তোমার জন্য অঝর অশ্রু জলে, একটা জনম কাটিয়ে দিলাম বলে,
এই পৃথিবী হাজার বছর ধরে ,
নদীর নামে নারীর কথা বলে।”

“অভিমানে চলে যেতে যেতেও, ফিরে আসতেই-
দেখি, তোমার দরোজা জুড়ে খিল।
কোথাও চিহ্ন নেই আমি যে ছিলাম,
কোথাও গন্ধ নেই, যা কিছু দিলাম,
অন্য হাসি-কলোরোলে, গৃহ ঝিলমিল।”

 

“নতুন আলোয় ভাসে দখিনা দুয়ার,
নতুন জলের ভাষা অচেনা কুয়ার,
আমি তাই-
অচেনা আগন্তুক, উঠোনে দাঁড়াই।”

 

“জানি, নির্বাক ঠোঁট তবু চোখ ছলছল,
সময়ের স্বরে বুঝি আমিই অচল।
আমি সে-ই,
বিভ্রম কেটে গেলে দেখি, আমি নেই।”

প্রেম ও ভালোবাসা ব্যতিত জীবন যেন মরুময় উদ্যান। প্রতিটি ব্যক্তির জীবনেই প্রেম ভালোবাসার গুরুত্ব অপরিসীম। প্রেম ভালোবাসা নিয়ে এমন জনপ্রিয় কিছু উক্তি নিম্নরুপ।

নতুন প্রজন্মের সাহিত্যিক হিসেবে বেশ ভালো নাম কুড়িয়েছেন সাদাত হোসাইন এবং তা তাঁর নিজ গুণেই। তাঁর থেকে ভবিষ্যতে আরো ভালো কাজ আশা করা যায়। সাদাত হোসাইনের উক্তি মানুষের অন্তরকে ছুঁয়ে যায় বলেই তাঁর এই জনপ্রিয়তা।

Ashraful Asif

https://attoprokash.com/

আমি বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন সিরামিক এ সিরামিক ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি পলিটেকনিকের ছাত্র তাই বলে আমি কিন্তু লিখালেখি বা গল্পের বই পড়তে ভুলি না। আমি আমার ধর্ম ইসলাম নিয়ে লিখতে খুবই ভালোবাসি। তাছাড়া আমিও সাহিত্যে নিয়ে ভাবতে খুবই পছন্দ করি। বর্তমান সময়ে পড়া বই গুলোর মধ্যে সাদাত হোসাইন এর বই গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *