মার্টিন লুথার কিং উক্তি । জনপ্রিয় এবং আলোচিত বাণী সমাবেশ । আত্মপ্রকাশ

মার্টিন লুথার কিং কে মার্টিন লুথার কিং, জুনিয়র (Martin Luther King, Jr)  বলেও ডাকা হয়। তাঁর জন্ম জর্জিয়ার আটলান্টায় ১৯২৯ সালের ১৫ই জানুয়ারি। তিনি বোষ্টন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে ডক্টর অব ফিলোসোফি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।  আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ ‍যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯৬৮ সালের ৪ঠা এপ্রিল শ্বেতাঙ্গ উগ্রপন্থী আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মার্টিন লুথার কিং মৃত্যুবরণ করেন। আত্মপ্রকাশের এবারের আয়োজনে থাকছে মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী সমাবেশ।

মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণীসমূহ

মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণীগুলো কয়েকটি ভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে।

জীবনবোধ নিয়ে মার্টিন লুথার কিং উক্তি

“যেসব কাজে মানুষের কল্যান হয়, তার প্রতিটিই সর্বোচ্চ যত্নের সাথে করা উচি‌ৎ।”

 

“একজন মানুষের সত্যিকার জীবন ততক্ষণ পর্যন্ত শুরু হয় না, যতক্ষণ না সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বাঁচা বন্ধ করে অন্যদের জন্য বাঁচা শুরু করে।”

 

“একজন মানুষ কতদিন বাঁচল, তারচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে তার জীবনে কি করেছে।”

 

“মিথ্যার আয়ু খুবই অল্প।”

 

“আমরা সবাই হয়তো আলাদা নৌকায় করে এখানে এসেছি, কিন্তু এখন আমরা একই জাহাজের যাত্রী।”

Martin-Luther-King-Jr-Love-Quotes-মার্টিন-লুথার-কিং-জুনিয়র-এর-ভালোবাসা-নিয়ে-উক্তি
মার্টিন লুথার কিং জুনিয়র এর ভালোবাসা নিয়ে উক্তি

“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না।”

 

“তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ কর, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা কর। এমন ভাবে কাজ কর, যেন তোমার আগে-পরে কেউ এতটা ভালো করে করতে না পারে।”

 

“যতক্ষণ না একজন মানুষ জানছে সে কিসের জন্য মরতে রাজি, ততক্ষণ সে জানবেনা সে কিসের জন্য বেঁচে আছে।”

 

“যারা নিজের জন্য সুখ খোঁজে না, সুখ তাদেরই খুঁজে নেয়। কারণ, যারা নিজের জন্য সুখ খোঁজে তারা জানেনা যে, প্রকৃত সুখ তাদের কাছেই ধরা দেয়, যারা অন্যের জন্য সুখ খোঁজে।”

 

“ভয়ের বন্যাকে ঠেকাতে আমাদের সাহসের বাঁধ তৈরী করতে হবে।”

 

“যদি কোনও কিছুর জন্য মরতে রাজি না থাকো, তবে তুমি বাঁচার উপযুক্ত নও।”

 

“যে কেউ মহ‌ৎ হতে পারে। কারণ সেবা করার ক্ষমতা সবারই আছে। মানুষের সেবা করতে তোমার কোনও কলেজ ডিগ্রী দরকার নেই। মানুষের সেবা করার জন্য ব্যকরণ শেখার দরকার নেই। তোমার শুধু একটি মহ‌ৎ হৃদয় আর ভালোবাসায় পূর্ণ আত্মা থাকতে হবে।”

 

“সবচেয়ে খারাপ মানুষগুলোর মাঝেও অল্পকিছু ভালো গুণ আছে। আবার সবচেয়ে ভালো মানুষগুলোর মাঝেও অল্প হলেও খারাপ গুণ আছে। এটা বুঝতে পারলে আমরা ঘৃণার পথে অনেক কম যাব।”

 

“সবচেয়ে অন্ধকার রাতেই সবচেয়ে উজ্জ্বল তারাগুলো দেখা যায়।”

 

“যে তোমার ছোট উপকার করেছে তাকে এমন ভাবে কৃতজ্ঞতা জানাও যেন সে কেন তোমার আরও বড় উপকার করল না – এই ভেবে আফসোস করে।”

 

“একজন সত্যিকার নেতা শুধু আদর্শ খোঁজে না, সে নতুন আদর্শের সৃষ্টি করে।”

 

“আমাদের জীবন সেখানেই শেষ হওয়া শুরু করে, যেখান থেকে আমরা সত্যের ব্যাপারে চুপ হয়ে যাই।”

 

“মানুষের জন্য সত্যকে এড়িয়ে যাওয়া এবং বোকা সেজে থাকার চেয়ে বিপজ্জনক কিছু আর পৃথিবীতে নেই।”

 

“জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ‘অন্যদের জন্য আমি কি করছি?’”

 

“সবাই বিখ্যাত হতে পারবে না। কিন্তু সবার পক্ষেই মহান হওয়া সম্ভব”

 

“মানুষের জীবনে অনেক সময়ে এমন দিন আসে যখন তাকে এমন কিছু করতে হয় যা নিরাপদ নয়, যার কারণে অন্যরা তাকে অপছন্দ করবে। কিন্তু সঠিক কাজ করতে হলে তাকে তা করতেই হবে”

জীবন ও জীবনবোধ নিয়ে অন্যান্য জ্ঞানী গুণীদের বেশ কিছু উক্তি ও বানী পড়ে নিতে নিম্নলিখিত লিংকগুলো ফলো করতে পারেন।

প্রেম ও ভালোবাসা মার্টিন লুথার কিং বাণী

প্রেম ও ভালোবাসা ব্যতিত ব্যক্তিজীবন সর্বদাই অসম্পূর্ণ। ব্যক্তি তাঁর কর্ম জীবনে যাই হোক, তাঁর জীবনে প্রেম ও ভালোবাসার প্রভাব থাকবেই এবং তা নিয়ে তাঁর অনুভূতিও থাকবে। মার্টিন লুথার কিং প্রেম অনুভূতিগুলো নিচে উপস্থাপন করা হল।

“ভালোবাসা হল পৃথিবীর একমাত্র শক্তি, যা শত্রুকেও বন্ধু বানাতে পারে।”

 

“যার দয়া দেখানোর ক্ষমতা নেই, সে ভালোবাসার ক্ষমতা থেকে বঞ্চিত।”

Martin-Luther-King-Jr-Life-Quotes-মার্টিন-লুথার-কিং-জুনিয়র-এর-জীবনবোধ-নিয়ে-উক্তি
জীবনবোধ নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়র এর উক্তি

“আমি বিশ্বাস করি নিরস্ত্র সত্য আর নি:স্বার্থ ভালোবাসই দিনশেষে জয়ী হয়। এই কারণেই, সত্য সাময়িক ভাবে পরাজিত হলেও সে খারাপ ও মিথ্যার চেয়ে শক্তিশালী।”

প্রেম ভালোবাসা নিয়ে অন্যান্য মনীষীদের উক্তি ও বাণী নিম্ন লিংকে –

শিক্ষা ও লক্ষ্য নিয়ে মার্টিন লুথার কিং এর অভিব্যক্তি

“বজ্র আঘাত করার পরেই শব্দ করে, আগে নয়।”

 

“যদি বড় কিছু করার না পাই, তবে ছোট কাজই সবচেয়ে ভালো করে করব।”

 

“তোমার স্বপ্ন পূরণে বাধা দেয়ার অধিকার কোনও মানুষের নেই।”

Life-Quotes-of-Martin-Luther-King-Jr-জীবনবোধ-নিয়ে-মার্টিন-লুথার-কিং-জুনিয়র-এর-উক্তি
মার্টিন লুথার কিং জুনিয়র এর জীবনবোধ নিয়ে উক্তি

“সময়কে অবশ্যই বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। কারণ সঠিক কাজ করলেই সময় সবচেয়ে ভালো ফল দেবে।”

 

“একজন মানুষের জন্য এরচেয়ে খারাপ কিছুই হতে পারে না যে সে লম্বা একটি জীবন কাটালো, কিন্তু তেমন কোনও জ্ঞান অর্জন করতে পারলো না।”

 

“সত্যিকার শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে গভীর ভাবে এবং নতুন ভাবে চিন্তা করতে শেখানো।”

শিক্ষা এবং লক্ষ্য নিয়ে অন্যান্য জ্ঞানীদের উক্তি নিম্নরুপ-

মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী মানুষকে জীবনের সঠিক পথ উন্মোচিত করতে সহায়তা করবে। সেই প্রত্যাশাই থাকবে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও মার্টিন লুথার কিং সম্পর্কিত বিভিন্ন রচনা থেকে উক্তি গুলো সংগৃহীত হয়েছে।

আরিফ উল্লাহ্

http://www.attoprokash.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *