বন্ধুত্ব এবং বন্ধু নিয়ে উক্তি। মনীষীদের হৃদয়কাড়া বিখ্যাত বাণী সম্ভার

হঠাৎ প্রশ্ন করে বসলাম? বন্ধু মানে কি?
কি উত্তর হবে আপানার? জানি, হুট করে এর উত্তর দেয়া সহজ ব্যাপার নয়। অনেক কিছুই মনে হবে, অনেক কিছুই সামনে এসেও আসবে না। এমনও মনে হতে পারে, বন্ধুর কোনো মানে নাই। বন্ধু মানে বন্ধু। এর চেয়ে ভাল কিছু নেই। আসলেই নেই, মাঝে মাঝে আমার মনে হয় বন্ধুর কোনো নামও নেই।
তাহলে কি নাম-দাম হীন মানুষগুলাই বন্ধু? কি জানি হতেও পারে। আবার নাও হতে পারে। তবে এটা সত্যি, বন্ধুর সবচেয়ে ভালো সঙ্গা আপনার কাছেই আছে। আপনিই ভাল জানেন, বন্ধু মানে কি?
কখনো মনে হয় বন্ধু মানে অপেক্ষা। আবার কখনো মনে হয় বন্ধু মানে বিশ্বাস। কখনোবা বন্ধু মানে আত্মার বন্ধন। বন্ধু নিয়ে প্রতিটা মানুষের অভিব্যক্তি ভিন্ন হবে এটাই স্বাভাবিক। আমার কাছেও ভিন্ন, তবে সব অভিব্যক্তি একই সুত্রে গাথা। বন্ধুত্ব এবং বন্ধু নিয়ে উক্তি করে গেছেন অনেক বিখ্যাত মনীষী, যা আমাদের মনের অভিব্যক্তিরই ভিন্ন ভিন্ন রুপ। আজকে আত্মপ্রকাশের আয়োজনে থাকছে বন্ধু নিয়ে মনীষীদের বিখ্যাত সব বাণী, যা মনকে পুলকিত করবে নিঃসন্দেহে।

বন্ধুত্ব এবং বন্ধু নিয়ে উক্তি। বিখ্যাতদের বিখ্যাত বাণী

রচনার ভাগসমূহ

বন্ধু ছাড়া আমরা যেমন জীবন কল্পনা করতে পারিনা, বিখ্যাত মনীষীদের ক্ষেত্রেও একইরকম ছিল। তাঁরাও তাঁদের বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বেঁচে ছিলেন। তাই তাঁদের জীবনেও পড়েছিল বন্ধুর ছায়া, যা তাঁদের বিভিন্ন উক্তির মাধ্যমে ফুটে উঠে। বিভিন্ন মনীষীদের করা বন্ধু নিয়ে উক্তি সমূহ নিচে কোটেশন আকারে উপস্থাপন করা হলো।

উইলিয়াম শেক্সপিয়রের উক্তি

বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে উইলিয়াম শেক্সপিয়রের দুটি উক্তি এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি যা পাঠকের মনকে নাড়া দিতে সক্ষম।

“কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না”।

বন্ধু-নিয়ে-উইলিয়াম-শেক্সপিয়রের-উক্তি-বাণী-william-shakespeare-friends-quotes-bangla-bani
বন্ধু নিয়ে উইলিয়াম শেক্সপিয়রের উক্তি

“আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না”।

বন্ধু-নিয়ে-উইলিয়াম-শেক্সপিয়রের-উক্তি-বাণী-william-shakespeare-friends-quotes-bangla-bani-2
বন্ধু নিয়ে উইলিয়াম শেক্সপিয়রের উক্তি

উইলিয়াম শেক্সপিয়রের জনপ্রিয় উক্তি এবং বাণীগুলো জেনে নিতে ভিজিট করুন।

রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগতের সবকিছুকেই তার বিচক্ষণ দৃষ্টি দিয়ে দেখেছেন। যা অত্যন্ত মনকাড়া এবং চিত্তকর্ষক। বন্ধু নিয়ে রবীন্দ্রনাথের দুটি উক্তি এই পোষ্টে উল্লেখ করা হয়েছে।


“গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ”।

বন্ধু-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-thakur-quotes-about-friends-bangla-attoprokash-৩ (1)
বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

“আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই”।

বন্ধু-নিয়ে-রবীন্দ্রনাথ-ঠাকুরের-উক্তি-বাণী-rabindranath-tagore-quotes-about-friends-bangla-attoprokash-৩ - Copy
বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উক্তি পড়তে ভিজিট করুন >> রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সম্ভার

এরিস্টটলের উক্তি

বলা হয়ে থাকে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এরিস্টটল বিচরণ করেননি। প্রচন্ড অনুধাবন এবং উদ্ভাবনী ক্ষমতাই তাকে অমর করে তুলেছে। এই পোষ্টে বন্ধু নিয়ে এরিস্টটলের তিনটি উক্তি প্রকাশ করা হলো।

“দু’টি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব”।

বন্ধু-নিয়ে-এরিস্টটলের-উক্তি-বাণী-aristotle-friends-quotes-bangla-bani
বন্ধু-নিয়ে-এরিস্টটলের-উক্তি

“দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই”।

বন্ধু-নিয়ে-এরিস্টটলের-উক্তি-বাণী-aristotle-friends-quotes-bangla-bani-২
বন্ধু নিয়ে-এরিস্টটলের-উক্তি

“প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়”।

বন্ধু-নিয়ে-এরিস্টটলের-উক্তি-বাণী-aristotle-friends-quotes-bangla-bani-৩
বন্ধু নিয়ে এরিস্টটলের-উক্তি

বন্ধু নিয়ে হযরত আলী (রাঃ) এর উক্তি

“মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু,
আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু”।

বন্ধু-নিয়ে-হযরত-আলী-(রাঃ)-উক্তি-বাণী-hazrat-ali-friends-quotes-bangla-bani-2-min
বন্ধু নিয়ে হযরত আলী (রাঃ) উক্তি

“তুমি আমার কথা মেনে মূর্খের বন্ধুত্ব থেকে দূরে থাকো। মূর্খের বন্ধুত্ব জ্ঞানীকে বরবাদ করে দেয়। মূর্খের সঙ্গে বন্ধুত্বের পরিণামস্বরূপ মানুষ তোমাকে মূর্খ বলে স্মরণ করবে”।

বন্ধু-নিয়ে-হযরত-আলী-(রাঃ)-উক্তি-বাণী-hazrat-ali-friends-quotes-bangla-bani-৩-min
বন্ধু নিয়ে হযরত আলী (রাঃ) উক্তি

“সেই তোমার সত্যিকার বন্ধু, যে তোমার সঙ্গে থাকে। তোমার কল্যাণের জন্য নিজের ক্ষতি করে। হঠাৎ করে তোমার অবস্থা শোচনীয় হলে সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে সুখ দান করে”।

হযরত আলী (রাঃ) এর উক্তি ও অন্যান্য উপদেশ জেনে নিতে পারেন।

বন্ধু ও বন্ধুত্ব নিয়ে বিখ্যাত মনীষীদের উক্তি ও বাণী

বন্ধুত্ব এবং বন্ধু নিয়ে বিখ্যাত জ্ঞানী গুণী মনীষীদের অসংখ্য বাণী থেকে সংগৃহীত কিছু উক্তি ও বাণী নিম্নে উল্লেখ করা হলো।

“নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু”।
– জ্যাক দেলিল

বন্ধু-নিয়ে-সক্রেটিসের-উক্তি-বাণী-socrates-friends-quotes-bangla-bani
বন্ধু-নিয়ে- সক্রেটিসের-উক্তি

সক্রেটিসের জনপ্রিয় উক্তিগুলো জেনে নিন >>

সক্রেটিসের দর্শন । আলোচিত এবং বিখ্যাত সক্রেটিসের উক্তি ও বাণীসমূহ

“বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে”।
– উইড্রো উইলসন

“কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না”।
– সিসেরো

“বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে”।
– প্লেটো

“অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো”।
– হেলেন কেলার

“বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু’রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়”।*
– শিবরাম চক্রবর্তী

বন্ধু-নিয়ে-শিবরাম-চক্রবর্তীর-উক্তি-বাণী-shibram-chakraborty-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-শিবরাম-চক্রবর্তীর-উক্তি

“বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো”।
– নিটসে

“আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব”।
– অ্যালবার্ট আইনস্টাইন



“বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো”।
– সক্রেটিস

 

“বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে”।
– স্যামুয়েল জনস্টন

 

“সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে”।
– জর্জ ওয়াশিংটন

বন্ধু-নিয়ে-অ্যালবার্ট-আইনস্টাইন-উক্তি-বাণী-albert-einstein-friends-quotes-bangla-bani
বন্ধু-নিয়ে-অ্যালবার্ট-আইনস্টাইন-উক্তি

“বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা”।
– লর্ড

“আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?”।
– হেনরি ডেভিড থিওরো

“কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে”।*
– রবার্ট লুই স্টিভেন্স

“আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না”।*
– চার্লি চ্যাপলিন

বন্ধু-নিয়ে-ডাঃ-এ-পি-জে-আব্দুল-কালামের-উক্তি-বাণী-apj-abdul-kalam-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-ডাঃ-এ-পি-জে-আব্দুল-কালামের-উক্তি

“একজন সত্যিকারের বন্ধু তোমাকে
সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে”।
-অস্কার ওয়াইল্ড

 

“আমার বন্ধুরা আমার সাম্রাজ্য”। – এমিলি ডিকেনসন

 

“আলোতে একাকী হাটার চেয়ে
বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম”।*
-হেলেন কিলার

 

“সবকিছুর শেষে আমরা আমাদের
শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু
বন্ধুর নীরবতা মনে রাখবো।*
-মার্টিন লুথার কিং

বন্ধু-নিয়ে-চার্লি-চ্যাপলিন-উক্তি-বাণী-charlie-chaplin-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-চার্লি-চ্যাপলিন-উক্তি

“বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের
বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের
বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে”।*
-স্যামুয়েল জনস্টন

 

“সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে
ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে”।
-জর্জ ওয়াশিংটন

 

“বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা”।
-লর্ড

 

“আগন্তুকের কোনো বন্ধু নেই,
আরেকজন আগন্তুক ছাড়া”।
– শেখ সাদি

বন্ধু-নিয়ে-থমাস-কার্লাইল-উক্তি-thomas-carlyle-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-থমাস-কার্লাইল-উক্তি

“তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও,
তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে,
তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে”।
-নেলসন ম্যান্ডেলা

 

“একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান”।*
– ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]

 

“একজন সত্যিকারের বন্ধু, কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয়না”।*
– চার্লস ল্যাম্ভ।

 

“প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব”।
– এমারসন।

 

“বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো”।*
– নিটসে।

বন্ধু-নিয়ে-প্রাচীন-প্রবাদ-উক্তি-bangla-proverb-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-প্রাচীন-প্রবাদ

“গোপনীয়তা রক্ষা না করে চললে, বন্ধুত্ব টিকে না”।
– চার্লস হেনরি ওয়েব।

 

“আহ্, কী ভালোই না লাগে- পুরনো বন্ধুর হাত”।
– মেরি এঙলেবাইট

 

“একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু
একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান”।
– ডাঃ এ পি জে আব্দুল কালাম



“সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু”। – জর্জ হা

 

“যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন”। – জীবনানন্দ দাশ

বন্ধু-নিয়ে-মার্টিন-লুথার-কিং-উক্তি-বাণী-martin-luther-king-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-মার্টিন-লুথার-কিং-উক্তি

“বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না”।
– থমাস কার্লাইল

 

“কাউকে তোমার সামনে অন্যের দোষ-ত্রুটি বর্ণনা করতে দেখলে তৎক্ষণাৎ তাকে বন্ধুর তালিকা থেকে দূরে সরিয়ে দিও”।
-মামুনুর রশীদ

 

“গোপনীয়তা রক্ষা না করে চললে কোনবন্ধুত্ব টিকে না”।
– চার্লস হেনরি ওয়েব

 

“লোক তার সঙ্গীর স্বভাব-চরিত্র দ্বারা প্রভাবিত। অতএব সে যেন খেয়াল রাখে কার সঙ্গে সে বন্ধুত্ব করছে”।
– প্রিয় নবীজি (সা.)

বন্ধু-নিয়ে-বড়পীর-হযরত-আবদুল-কাদের-জিলানি-(রহ.)-উক্তি-abdur-kader-jilani-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-বড়পীর-হযরত-আবদুল-কাদের-জিলানি-(রহ.)-উক্তি

“বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে, বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময় এবং বুদ্ধিমানের পরীক্ষা হয় ক্রোধান্বিত অবস্থায়”।
-(ইমাম জমখশরী (রহ.) এর বাণী)

 

“যার ক্রোধ বেশি, এরূপ ব্যক্তির ভাগ্যে অন্যের বন্ধুত্ব কমই জুটে থাকে”।
-হযরত ফুজায়েল ইবনে আয়াজ (রহ.)।

 

“যারা কোনো স্বার্থের বশবর্তী হয়ে তোমার কাছে আসে, পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্থা স্থাপন করো না। যাকে তুমি ঘৃণা করো, তাকে ভয় করে চলো”।
– বড়পীর হযরত আবদুল কাদের জিলানি (রহ.)

 

“যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না”।
– সিনেকা

 

“যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে”।*
– লাভাটাব

বন্ধু-নিয়ে-হযরত-আলী-(রাঃ)-উক্তি-বাণী-hazrat-ali-friends-quotes-bangla-bani-2-min
বন্ধু-নিয়ে-হযরত-আলী-(রাঃ)-উক্তি

“যে ব্যক্তি কথায় কথায় রাগ ঝাড়তে থাকে, তার বন্ধু পাওয়া কঠিন”। – বুআলী সিনা

 

“ যে ব্যক্তি নির্দোষ বন্ধুর তালাশে থাকে চিরদিন তাকে বন্ধুহীন থাকতে হবে”। -কায় সার-খসরু

 

“সম্পদ বন্ধু আকর্ষণ করে। দরিদ্র মানুষ আত্মীয়ের কাছেও প্রত্যাখ্যাত হয়। গুণের আকর্ষণে যে বন্ধুত্ব সৃষ্টি হয়, এটাই সাধারণত স্থায়ী হয়ে থাকে। সঙ্গীহীন, নিঃসঙ্গ একাকী জীবনে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তাই তার জন্য চাই বিশ্বস্ত বন্ধু, সহযোগী বা সহ্যাত্রী। তবে এই বন্ধু হতে হবে সৎ মানুষ। সঙ্গী বা বন্ধু না হলে জীবন-জগৎ ও পরকালের সবই ধ্বংস হয়ে যেতে পারে। তাই ইসলামও সঙ্গী নির্বাচনে, সৎসঙ্গ লাভে সৎসঙ্গের সাহচর্যে থাকার ব্যাপারে গুরুত্বারোপ করছে। সৎসঙ্গ মানব জীবনকে চারিত্রিক উৎকর্ষের উচ্চ শিখরে নিয়ে যায়। তেমনি অসৎ সঙ্গ ঢেকে আনে ধ্বংস”।
– হযরত সুলায়মান (আ.)

 

“সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু”।– জর্জ হার্বাট

বন্ধু নিয়ে সংগৃহীত উক্তি

লেখকের নাম খুঁজে পাওয়া যায়নি, কিন্তু হৃদয়কাড়া কিছু বন্ধু উক্তি নিচে উপস্থাপন করা হলো।

“বন্ধুত্ব হচ্ছে চুইংগামের মতো হৃদয়ের কাছাকাছি, যা একবার মনে স্থান করে নিলেই হলো, ছাড়তে চাইলেও তা সম্ভব হয় না”।

 

“বন্ধুত্ব তিন ধরনের (১) খাবারের মত, যাদের ছাড়া চলে না। (২) ঔষধের মত, যাদের মাঝে মাঝে দরকার হয়।(৩) অসুখের মত, যাদের কেউ চায় না”।

বন্ধু-নিয়ে-শেখ-সাদির-উক্তি-বাণী-sheikh-sadi-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-শেখ-সাদির-উক্তি

“কোনো বন্ধু যদি তোমার গোপন কথা প্রকাশ করে দেয়, তবে সেজন্য তাকে দোষ না দিয়ে নিজেকে শাসন করো। কেননা, নিজের গোপন কথা তুমি তার কাছে প্রকাশ করলে কেন?”



“পার্থিব জীবনে কোনো মানুষই বন্ধু বা সঙ্গীর সাহচর্য বা প্রভাব থেকে মুক্ত নয়। তাই সঙ্গী যদি ভালো হয়, বন্ধু যদি চরিত্রবান হয়, সাথী যদি আদর্শবান হয়, তবে সহযাত্রী অপর সঙ্গীও ভালো হতে বাধ্য। অপরদিকে সঙ্গী যদি অসৎ হয়, তবে সাথীও চরিত্রহীন হয়ে যাবে”।

বন্ধু-নিয়ে-হযরত-মুহাম্মদ-সাঃ-উক্তি-hazrat-mohammad-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-হযরত-মুহাম্মদ-সাঃ-উক্তি

“বন্ধুত্ব হলো তরমুজের মতো। ভালো একশটিকে পেতে হলে এক কোটি আগে পরীক্ষা করে দেখতে হয়”।*
– ফরাসী প্রবাদ

 

“সম্পর্ক যখন জ্বরে পুড়ে তখন তার নাম হয় ভালবাসা, আর ভালবাসা যখন জ্বরে পুড়ে তার নাম হয় বন্ধুত্ব”।–প্রাচিন প্রবাদ

 

“শত্রুর চেয়ে বন্ধুকে হাজার গুণ বেশি ভয় করো। কেননা বন্ধু যদি কখনো শত্রুতে পরিণত হয়, তবে শত্রুতা উদ্ধার করার হাজার পথ তার সমানে খোলা থাকে”।*
-জনৈক বুজুর্গ

বন্ধু-নিয়ে-হেনরি-ডেভিড-থিওরো-উক্তি-বাণী-david-henry-thoreau-friends-quotes-bangla-bani-min
বন্ধু-নিয়ে-হেনরি-ডেভিড-থিওরো-উক্তি

“সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।’ তাই জীবনকে সুন্দর করতে হলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎজনের সঙ্গে সম্পর্ক রেখে কখনো ভালো হওয়ার আশা করা যায় না। তা ছাড়া প্রত্যেক ব্যক্তি হাশরের দিন তার বন্ধুর সাহচর্য লাভ করবে”।

বন্ধু নিয়ে এমন হাজারো উক্তি আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বন্ধুত্ব এমন একটি বন্ধন, যা শুধু উক্তি বা বাণীর মাধ্যমে বুঝানো সম্ভব নয়। শুধু নামে বন্ধু হলেই বন্ধুত্ব রক্ষা হয় না। বন্ধুত্ব রক্ষার জন্য চাই ত্যাগ, তিতিক্ষা এবং নিখাদ ভালোবাসা। প্রতিটি মানুষ তাঁদের বন্ধুর সাহচর্যে ভালো মানুষ হয়ে উঠুক এবং দেশ ও জাতি গঠনে ব্রতী হোক। সেই কামনাই রইলো।

আপনাদের জানা কোনো বন্ধু নিয়ে উক্তি থাকলে তা আমাদের কমেন্ট বক্সে জানান। এই পোষ্টের বিভিন্ন মনীষীদের উক্তিগুলো বিভিন্ন বই, বাংলা ব্লগ এবং দৈনিক পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে।

মোঃ ওয়ালীউল্লাহ অলি

http://enlightentricks.com

সমসাময়িক একজন মানুষ। রক্তে মিশে থাকা লেখালেখি থেকেই ব্লগিং এর অনুপ্রেরণা। লিখতে ভালোবাসি। প্রচুর লিখতে হবে, বাঁচতে হলে লিখতে হবে। এই ব্রত মাথায় নিয়েই লিখে চলেছি। বাংলার পাশাপাশি ইংলিশেও ব্লগিং করছি Enlighten Tricks ওয়েবসাইটে।

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *