“পাশের বিল্ডিং এর ছাদে, বাবা এবং ছেলে দাঁড়িয়ে কথা বলছে। কথা বলার বিষয় বুঝা না গেলেও; বাবাটি বেশ খুশ মেজাজে কথা বলছে। ছেলেটি রেলিঙে পিঠ ঠেকিয়ে বাবার মুখ বরাবর হাসছে। মনে হলো, অনেক বছর এমন ভালো কোনো দৃশ্য দেখা হয়নি। ...
ফোনে কথা বলতে বলতে হন্যে হয়ে ছুটছে ফারহান। রকেট চালাইয়া কই যান ভাই? রিন্টুর ডাকে থামতে হলো। পিছন ফিরে রিন্টুকে দেখলো ঢাকা মেডিকেল ইমারজেন্সির গেইটের চায়ের দোকানের সামনে বাইকে বসে আড্ডা দিচ্ছে। দেখামাত্রই, তাড়াহুড়া করে রিন্টুর কাছে গেল। ভালো হইছে ...