সক্রেটিসের দর্শন । আলোচিত এবং বিখ্যাত সক্রেটিসের উক্তি ও বাণীসমূহ

সক্রেটিস  ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক। তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব ৪৭০ সনে এবং মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব ৩৯৯ সনে। তাঁর সম্পর্কে তথ্য পাওয়া যায় তাঁর শিষ্য প্লেটো’র বিভিন্ন বক্তব্য এবং সৈনিক জেনোফন এর লিখিত দলিল থেকে। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপক হিসেবে চিহ্নিত করা হয়। তার সৃষ্টি দার্শনিক চিন্তাধারা পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে দীর্ঘ ২০০০ বছর ধরে প্রভাবিত করেছে। তিনি ছিলেন একজন মহান শিক্ষক। তার শিক্ষাদানের জন্য নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান ছিল না। এমনকি তার শিষ্যদেরই শুধু শিক্ষাদান করেননি। তিনি যাকে ইচ্ছে যেকোন সময় মৌলিক শিক্ষা দানের চেষ্টা করতেন। তৎকালীন শাসকদের বিচারে তাকে হেমলক বিষ পানে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। মহান দার্শনিক সক্রেটিসের উক্তি নিয়েই আত্মপ্রকাশের আজকের আয়োজন। থাকছে আলোচিত, সমালোচিত এবং সক্রেটিসের বিখ্যাত বাণী সমূহ।

সক্রেটিসের উক্তি ও বাণী সম্ভার

সক্রেটিসের উক্তিসমূহকে কয়েকটি ভাগে ভাগ করে এখানে উপস্থাপন করা হয়েছে।

রচনার ভাগসমূহ

সক্রেটিসের জীবন দর্শন

জীবন এবং জীবনবোধই একজন মানুষকে বড় করে তুলে। আমরা যে বড় বড় মনিষীদের দেখা পাই, তা তাঁদের কর্ম এবং চমৎকার জীবনবোধের কারণেই। জীবন নিয়ে সক্রেটিস নানা তত্ত্ব সম্পর্কিত বাণী দিয়ে গিয়েছেন। যা জীবন চলার পথে অনুসঙ্গ হিসেবে কাজ করবে। জীবন নিয়ে সক্রেটিসের উক্তি নিচে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

“অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর।”

 

“পোষাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান।”

 

“নিজেকে জানো।”

 

“পৃথিবীতে শুধুমাত্র একটি-ই ভাল আছে, জ্ঞান। আর একটি-ই খারাপ আছে, অজ্ঞতা।”

Socrates-Life-Quotes-in-bengali-জীবন-নিয়ে-সক্রেটিসের-উক্তি
সক্রেটিসের জীবন উক্তি

“তুমি যা হতে চাও তা-ই হও।”

 

“কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও।”

 

“শক্ত মন আলোচনা করে ধারনা নিয়ে, গড়পড়তা মন আলোচনা করে ঘটনা নিয়ে, দুর্বল মন মানুষ নিয়ে আলোচনা করে।”

 

“মৃত্যুই হল মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ।”

Socrates-Life-Quotes-in-bangla-জীবন-নিয়ে-সক্রেটিসের-উক্তি-চিন্তা
সক্রেটিসের জীবন নিয়ে উক্তি

“বিস্ময় হল জ্ঞানের শুরু।”

 

“যাই হোক বিয়ে কর। তোমার স্ত্রী ভাল হলে তুমি হবে সুখী, আর খারাপ হলে হবে দার্শনিক।”

 

“ব্যস্ত জীবনের অনুর্বরতা সম্পর্কে সতর্ক থাকুন।”

 

“আমাদের প্রার্থনা হওয়া উচিত সাধারণের ভালোর জন্য। শুধু ঈশ্বরই জানেন কিসে আমাদের ভাল।”

 

“সত্যিকারের জ্ঞান আমাদের সবার কাছেই আসে, যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবন, আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশে যা কিছু আছে তার সম্পর্কে কত কম জানি।”

 

“সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে।”

 

“সুখ্যাতি অর্জনের উপায় হল তুমি কি হিসেবে আবির্ভূত হতে চাও তার উপক্রম হওয়া।”

 

“সত্যপ্রীতি বিজ্ঞতার লক্ষন।”

 

“যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘুরে, সে সত্যিই করুণার পাত্র।”

 

“ মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। ”

জীবন নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের অসাধারণ কিছু উক্তি পড়ে নিতে পারেন >> উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি

বন্ধু নিয়ে উক্তি

বন্ধু আমাদের প্রত্যকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুত্ব বিনে জীবন অনেকাংশেই অচল। সক্রেটিসের দুই বন্ধু বানী এখানে উপস্থাপন করা হলো।

“বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।”

 

“বন্ধুত্ব কর ধীরে ধীরে, কিন্তু যখন বন্ধুত্ব হবে এটা দৃঢ় কর এবং স্থায়ী কর।”

বন্ধু নিয়ে অন্যান্য বিখ্যাত মনীষীদের উক্তি ও বাণী পড়ুন >> বন্ধু নিয়ে হৃদয়কাড়া বিখ্যাত উক্তি সমূহ

শিক্ষা নিয়ে উক্তি

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একমাত্র শিক্ষাই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে। শিক্ষা নিয়ে সক্রেটিসের উক্তি সমূহ একই সাথে সমাজ এবং জীবন সম্পর্কিত।

“টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল।”

 

“জ্ঞানের শিক্ষকের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে জ্ঞানটা তার মধ্যেই ছিল।”

 

“প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে, অন্য কিছু জানার মধ্যে নয়।”

 

“তুমি কিছুই  জান না এটা জানা-ই জ্ঞানের আসল মানে।”

Socrates-Life-Quotes-bangla-জীবন-নিয়ে-সক্রেটিসের-উক্তি
জীবন নিয়ে সক্রেটিসের উক্তি

“আমি কাউকে কিছু শিক্ষা দিতে পারব না, আমি শুধু তাদের চিন্তা করাতে পারব।”

 

“অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটা অন্যায়।”

 

“নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এই জন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজেই বুঝতে পার।”

 

“ যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত! ”

শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তিগুলো পড়ে নিন >> রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক উক্তি  

জ্ঞানগর্ভ সক্রেটিস তাঁর নানাবিদ দর্শন ও জ্ঞানের আলোকে মানুষের জীবনকে করে গিয়েছেন উজ্জীবিত। সক্রেটিসের উক্তি ও বাণীসমূহ আমাদের চলার পথকে সুগম করবে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া ও সক্রেটিস সম্পর্কিত বিভিন্ন রচনা থেকে উক্তি গুলো সংগৃহীত হয়েছে।

আরিফ উল্লাহ্

https://attoprokash.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *