চিঠি দিও – মহাদেব সাহার কবিতা । আবৃত্তিঃ জাহিদুল যাদু

মহাদেব সাহার চিঠি দিও কবিতাটি বিভিন্ন আঙ্গিকে প্রেমিক হৃদয়কে নাড়িয়ে তুলে। তিনি চিঠি দিও কবিতায় যে আবেগ তুলে ধরেছেন, আকুতি জানিয়েছেন তাঁর ভালোবাসার মানুষকে, তা যেকোনো মানুষকেই আবেগ তাড়িত করে স্মৃতিতে ভাসাবে। যেকারণে সময়ে সময়ে মহাদেব সাহার কবিতাটি তাঁর নিজের গণ্ডি নিজেই অতিক্রম করছে। অসাধারণ এই কবিতাটি চমৎকার উপস্থাপনায় আবৃত্তি করেছেন, জাহিদুল যাদু। আর্টিকেলের শেষে কবিতাটি একটি ছবি সংযুক্ত করা হয়েছে, যা সহজেই ডাউনলোড করে নেয়া যাবে। এতে মডেল হিসেবে আছে, সানা ইসলাম দোয়েল।

চিঠি দিও – মহাদেব সাহার প্রেমের কবিতা

এই অংশে মহাদেব সাহার চিঠি দিও কবিতাটির আবৃত্তি, কবিতা ও ছবি পাওয়া যাবে। নিচে লিংকে ক্লিক করে সরাসরি নির্দিষ্ট সেকশনে চলে যাওয়া যাবে। 

রচনার ভাগসমূহ

https://www.youtube.com/watch?v=cG_7PkRQc0Q

অন্যান্য বিখ্যাত কবিতা আবৃত্তি শুনুন, আত্মপ্রকাশ ইউটিউবে।

“করুণা করে হলে চিঠি দিও,
খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।
চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও
সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল, পাখি, সবুজ পাহাড়
বর্ণনা আলস্য লাগে তোমার চোখর মতো চিহ্ন কিছু দিও!
আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি
আসবেন অচেনা রাজার লোক
তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে।
এক কোণে শীতের শিশির দিও একফোঁটা,
সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ
এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল!
ওই তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতো পায়ে,
কাঁধে ব্যাগ, হাতে কাগজের একগুচ্ছ সিজন ফ্লাওয়ার
কারো কৃষ্ণচূড়া, কারো উদাসীন উইলোর ঝোপ, কারো নিবিড় বকুল
এর কিছুই আমার নয়
আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি,
আমার কি কোনো কিছু নাই?
করুণা করেও হলে চিঠি দিও,
ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে
কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস
একটি ফুলের ছোটো নাম,
টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে
সেইসব চুপচাপ কোনো দুপুরবেলার গল্প
খুব মেঘ করে এলে কখনো কখনো বড়ো একা লাগে, তাই লিখো
করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলে বলো, ভালোবাসি।”

অন্যান্য বিখ্যাত কবিতা পড়ুন

চিঠি দিও – মহাদেব সাহার কবিতাটির ছবি ডাউনলোড। মডেলঃ সানা ইসলাম দোয়েল

যারা কবিতা পড়তে এবং আবৃত্তি করতে পছন্দ করেন বা ভালোবাসেন, তাঁরা মহাদেব সাহার চিঠি দিও কবিতাটি ডাউললোড করে কালেকশনে রেখে দিতে পারেন। মোবাইলে ছবির উপর ট্যাপ করে ধরে রাখলেই সেইভ অপশন চলে আসবে। পিসির ক্ষেত্রে ছবির উপর মাউসের রাইট বাটন ছবিটিতে মডেল হিসেবে আছেন, সানা ইসলাম দোয়েল।

চিঠি দিও – মহাদেব সাহা কবিতা

মহাদেব সাহার কবিতার মাধ্যমে খুঁজে পাওয়া যায় গভীর প্রেমবোধ, মমত্ব এবং ভালোবাসা। পাশাপাশি জীবনকে তিনি দেখেছেন গভীরভাবে। যা মহাদেব সাহার অন্যান্য কবিতা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

আত্মপ্রকাশ সম্পাদক

https://attoprokash.com

আত্মপ্রকাশে অপ্রকাশিত গল্প এবং বুক রিভিউ এবং প্রবন্ধ প্রকাশ করতে যোগাযোগ করুন (ইমেইল-attoprokash.blog@gmail.com) অথবা ফেইসবুক পেইজ ইনবক্স। সর্বনিম্ন ১০০০ শব্দ হতে যেকোনো ঊর্ধ্ব সীমার ছোট গল্প গ্রহণযোগ্য। আপনার গল্প আত্মপ্রকাশ বিচারকদের দ্বারা নির্বাচিত হলে আপনাকে জানানো হবে এবং তা সরাসরি প্রকাশ করা হবে আত্মপ্রকাশে। আপডেট জানতে ফেইসবুক গ্রুপে সক্রিয় থাকুন।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *