কেউ কথা রাখেনি – সুনীল গঙ্গোপাধ্যায় । বাংলা কবিতা আবৃত্তি ও ছবিসহ পড়ুন

কেউ কথা রাখেনি কবিতাটি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি অনবদ্য সৃষ্টি। যুগ থেকে যুগ, শতাব্দী থেকে শতাব্দী  মানুষের মনের অভিব্যক্তিকে অম্লান করে রেখেছে এই বিখ্যাত কবিতাটি এবং ভবিষ্যতেও রাখবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কেউ কথা রাখেনি কবিতাটিকে তিনটি ভাগে বিন্যস্ত করে প্রকাশ করা হয়েছে। যেখানে কবিতা আবৃত্তির পাশাপাশি আছে কবিতাটি। পাশাপাশি যারা আবৃত্তি এবং মুখস্ত করার জন্য কবিতাটি সংরক্ষণে রাখতে চান, তাঁরা কবিতার নিচে কবিতা সমৃদ্ধ ছবিটি ডাউনলোড করে নিতে পারেন।

কবিতাঃ কেউ কথা রাখেনি
কবিঃ সুনীল গঙ্গোপাধ্যায়
আবৃত্তিঃ জাহিদুল যাদু
ভিডিও সম্পাদনাঃ অসীম সাহা
কবিতার ছবি মডেলঃ নিঝুম নিশীথ

কেউ কথা রাখেনি । সুনীল গঙ্গোপাধ্যায় । বাংলা কবিতা

রচনার ভাগসমূহ

“কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?

একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!”

কেউ কথা রাখেনি কবিতা ছবি ডাউনলোড

সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, কবিতা আবৃত্তির জন্য খুবই বিখ্যাত কবিতা। পাশাপাশি যারা আবৃত্তি শিখতে চান, জাহিদুল যাদুর এই আবৃত্তিটি অনুসরণ করতে পারেন। পাশাপাশি অবসরে পড়া এবংমুখস্ত করার জন্য কেউ কথা রাখেনি কবিতার ছবি ডাউনলোড বা সেইভ করে রাখুন আপনার মোবাইল ফোনে।

কেউ-কথা-রাখেনি-কবিতা-সুনীল-গঙ্গোপাধ্যায়-keu kotha-rakheni-kobita-sunil-gangapadhyay-2-min
কেউ কথা রাখেনি কবিতা – সুনীল গঙ্গোপাধ্যায় । মডেল- নিঝুম নিশীথ

মোঃ ওয়ালীউল্লাহ অলি

http://enlightentricks.com

সমসাময়িক একজন মানুষ। রক্তে মিশে থাকা লেখালেখি থেকেই ব্লগিং এর অনুপ্রেরণা। লিখতে ভালোবাসি। প্রচুর লিখতে হবে, বাঁচতে হলে লিখতে হবে। এই ব্রত মাথায় নিয়েই লিখে চলেছি। বাংলার পাশাপাশি ইংলিশেও ব্লগিং করছি Enlighten Tricks ওয়েবসাইটে।

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *