হযরত সোলাইমান (আঃ) এর মহামূল্যবান উক্তি ও বাণী

হযরত সোলাইমান (আঃ) ছিলেন একজন নবী ও প্রতাপশালী বাদশাহ। যিনি হযরত দাঊদ (আঃ) এর পুত্র। তিনি খ্রীষ্টপূর্ব ১০১১ তে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন ইসরায়েলের প্রথম এবং গুরুত্বপূর্ণ একজন রাজা এবং তাঁর রাজত্ব কাল ছিলো
৯৭০ খ্রীস্টপূর্ব থেকে ৯৩০ খ্রীস্টপূর্ব পর্যন্ত। তিনি তাঁর রাজত্বকালে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ তা’আলার মহিমা তুলে ধরতে সেখানে পুন:নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের
প্রথম কিবলা আল-আকসা মসজিদ। আত্মপ্রকাশের আজকের আয়োজনে থাকছে, হযরত সোলাইমান (আঃ) এর বাণী ও উক্তি সমাবেশ। 

হযরত সোলাইমান (আঃ) এর মহা-মূল্যবান উক্তি ও বাণীসমূহ

হযরত সোলাইমান (আঃ) এর মহা-মূল্যবান উক্তি ও বাণী সমূহকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগকৃত অংশে ক্লিক করা মাত্রই চলে যাবেন উক্তি  ও বাণীর নির্দিষ্ট অংশে।

রচনার ভাগসমূহ

হযরত সোলাইমান (আঃ) এর উপদেশ

হযরত সোলাইমান (আঃ) এর উপদেশ ও বাণীসমূহ থেকে জীবন সম্পর্কে সম্মক জ্ঞান লাভ করি। তাঁর বিখ্যাত উপদেশগুলো নিচে উপস্থাপন করা হলো।

হযরত-সোলাইমান-(আঃ)-এর-বন্ধুত্ব-নিয়ে-বাণী-hozrat-soleyman-a.-quotes-on-friendship-in-bangla-
হযরত সোলাইমান (আঃ) এর উক্তি ও বাণী

“যে অন্যের জন্য কুয়া করে সে নিজেই সে কুয়ায় পতিত হবে।”  ~ হযরত সোলাইমান (আঃ)

 

“যার বন্ধু বেশী থাকে তার সর্বনাশ হয়, কারণ নানা জন নানা পরামর্শ দেয়।” ~ হযরত সোলাইমান (আঃ)

হযরত-সোলাইমান-(আঃ)-এর-দান-নিয়ে-উক্তি-hozrat-soleyman-a.-quotes-on-donation--in-bangla-bangla-bani
হযরত সোলাইমান (আঃ) এর উক্তি

“নিজের মিত্র ও পিতার মিত্রকে পরিত্যাগ করো না।” ~ হযরত সোলাইমান (আঃ)

 

“মনোরম বাক্য ক্রোধ নিবারন করে আর কটু বাক্য ক্রোধ আরো বৃদ্ধি করে।” ~ হযরত সোলাইমান (আঃ)

 

“হে,অলস ব্যক্তি. পিপিলিকার নিকট থেকে জ্ঞান অর্জন করো.নিতান্ত দূর্বল এই ক্ষুদ্র জীবটি কি চমৎকার
ভাবে সুশৃঙ্খলভাবে দলবদ্ধ জীবনযাপন
করে। গরমকালে দলবদ্ধভাবেই শীতের খাদ্য
সংগ্রহ করে রাখে…।” 

~ হযরত সোলাইমান (আঃ)

হযরত-সোলাইমান-(আঃ)-এর-ক্রোধ-নিয়ে-বাণী-hozrat-soleyman-a.-quotes-on-angry-in-bangla-
হযরত সোলাইমান (আঃ) এর উক্তি

“প্রতিবেশীর বিরুদ্ধে কুৎসা রটাবে না।” ~ হযরত সোলাইমান (আঃ)

 

“ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও।” ~ হযরত সোলাইমান (আঃ)

 

“যে গরিবকে দান করে তার অভাব ঘটে না।” ~ হযরত সোলাইমান (আঃ)

হযরত সোলাইমান (আঃ) এর উপদেশ ছাড়াও অন্যান্য ইসলামিক মনীষীদের উক্তি ও বাণীগুলো জেনে নিন।

হযরত আলী (রাঃ) এর উক্তি । অমূল্য বাণী সমাবেশ

হযরত আবু বকর (রাঃ) এর উক্তি । অমূল্য উপদেশ ও বাণী সমাবেশ

সুফী, দার্শনিক ইমাম গাজ্জালীর উক্তি । জ্ঞান-অন্বেষী জীবনমুখী উপদেশ বাণীসমূহ

বাস্তবতা নিয়ে হযরত সোলাইমান (আঃ) এর উক্তি

“আল্লাহর প্রতিটি কথাই পরীক্ষিত, তার উপর নির্ভর করার জন্য আল্লাহই ঢাল স্বরূপ।”

 

“সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয় ।”

হযরত-সোলাইমান-(আঃ)-এর-সৎ-অসৎ-ব্যক্তি-নিয়ে-উক্তি-hozrat-soleyman-a.-quotes-on- Honest-in-bangla-
হযরত সোলাইমান (আঃ) এর বাণী

“গরীব অনুনয় বিনয় করে আর ধনী কঠিন উত্তর দেয়।” ~ হযরত সোলাইমান (আঃ)

 

“বিশ্বাস ঘাতকের প্রান দৌরাত্ম ভোগ করে।” ~ হযরত সোলাইমান (আঃ)

হযরত-সোলাইমান-(আঃ)-এর-মিথ্যা-নিয়ে-বাণী-hozrat-soleyman-a.-quotes-on-lie-in-bangla-
হযরত সোলাইমান (আঃ) এর বাণী


“মিথ্যা স্বাক্ষ্য দান কারী অদন্ডিত থাকবে না, মিথ্যাবাদী রক্ষা পাবে না।” ~ হযরত সোলাইমান (আঃ)

বাস্তবতা ও জীবনবোধ নিয়ে হযরত সোলাইমান (আঃ) ছাড়াও অন্যান্য ইসলামিক মনীষীদের উক্তি ও বাণীগুলো জেনে নিন।

হযরত আলী (রাঃ) এর উক্তি । অমূল্য বাণী সমাবেশ

হযরত আবু বকর (রাঃ) এর উক্তি । অমূল্য উপদেশ ও বাণী সমাবেশ

হযরত আব্দুল কাদির জিলানির উক্তি । চমৎকার জীবনবোধ । ধর্মীয় অনুশাসন

হযরত সোলাইমান (আঃ) ন্যায়, নীতির দিক থেকে সবসময় এক থাকতেন। তিনি ইসলামকে সারা বিশ্বে জাগরণ করতে তাঁর রাজত্বকাল থেকেই চেষ্টা চালিয়ে গেছেন। তিনি আল্লাহ তায়ালার মহিমা তুলে ধরতে খ্রিষ্টান অঞ্চল গুলোকেও মুসলিমদের অধীনে নিয়ে আসেন। তিনি ছিলেন খুবই কঠোর। জ্বীনেরা তাঁর বশে থাকতো। হযরত সোলাইমান (আঃ) এর উক্তি, বাণী ও উপদেশগুলো আমদের জীবনকে বদলে দিতে অনেক অন্যতম ভুমিকা পালন করবে।

Ashraful Asif

https://attoprokash.com/

আমি বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন সিরামিক এ সিরামিক ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি পলিটেকনিকের ছাত্র তাই বলে আমি কিন্তু লিখালেখি বা গল্পের বই পড়তে ভুলি না। আমি আমার ধর্ম ইসলাম নিয়ে লিখতে খুবই ভালোবাসি। তাছাড়া আমিও সাহিত্যে নিয়ে ভাবতে খুবই পছন্দ করি। বর্তমান সময়ে পড়া বই গুলোর মধ্যে সাদাত হোসাইন এর বই গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *