সুফিয়া কামালের উক্তি ও লোকপ্রিয় পঙক্তিমালা

বেগম সুফিয়া কামাল: ২০শে জুন, ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ আব্দুল বারী এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন। পেশায় কবি, লেখিকা ছিলেন, তার উল্লেখযোগ্য রচনাবলী সাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী ইত্যাদি।তিনি পারিবারিক নানা উত্থানপতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তিনি একজন নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবেও অতি পরিচিত ব্যক্তিত্ব। তিনি ২০শে নভেম্বর, ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

সুফিয়া কামালের উক্তি ও পঙক্তিমালাসমূহ

সুফিয়া কামালের উক্তিগুলোকে দুই ভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে। ক্লিক বা ট্যাপ করেই চলে যেতে পারবেন নির্দিষ্ট অংশে।

রচনার ভাগসমূহ

জীবনবোধ নিয়ে সুফিয়া কামালের উক্তি

“ তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? -শুনি নাই,রাখিনি সন্ধান ”

জীবনবোধ নিয়ে সুফিয়া কামালের উক্তি-Sufia Kamal Quote-min
জীবনবোধ নিয়ে সুফিয়া কামালের উক্তি

 

“জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।”

 

“ কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
দখিন দুয়ার গেছে খুলি?
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? ”

 

“ হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়? ”

জীবনবোধ নিয়ে সুফিয়া কামালের উক্তি-Sufia Kamal Quote (1)-min
জীবনবোধ নিয়ে সুফিয়া কামালের উক্তি

“ হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?”
কহিলাম “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”
কহিল সে কাছে সরি আসি-
“কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে ”

জীবনবোধ নিয়ে সুফিয়া কামাল ছাড়া অন্যান্য মনীষীদের উক্তি ও বাণী গুলো জেনে নিন।

হযরত আব্দুল কাদির জিলানির উক্তি । চমৎকার জীবনবোধ । ধর্মীয় অনুশাসন

সুফিয়া কামালের কবিতার পঙক্তিমালা

“ এখনো দেখনি তুমি?” কহিলাম “কেন কবি আজ
এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ? ”

 

“ কহিলাম “ওগো কবি, অভিমান করেছ কি তাই?
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।”
কহিল সে পরম হেলায়-
“বৃথা কেন? ফাগুন বেলায়
ফুল কি ফোটে নি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?
মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নি সে অর্ঘ্য বিরচন? ”

 

“ কহিলাম “ওগো কবি, রচিয়া লহ না আজও গীতি,
বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি।”
কহিল সে মৃদু মধুস্বরে-
“নাই হ’ল, না হোক এবারে-
আমার গাহিতে গান! বসন্তরে আনিতে ধরিয়া-
রহেনি,সে ভুলেনি তো, এসেছে তো ফাল্গুন স্মরিয়া ”

অভিমান নিয়ে সুফিয়া কামালের উক্তি-Sufia Kamal Quote-min
অভিমান নিয়ে সুফিয়া কামালের উক্তি

 

“তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা ?” কহিলাম
“উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

সুফিয়া কামালের বাবা কুমিল্লার বাসিন্দা ছিলেন। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দী জীবন কাটাতে হত। স্কুল-কলেজে পড়ার কোন সুযোগ তাদের ছিলো না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম নিষিদ্ধ ছিল। সেই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থানপতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন।

Maful Boyan

http://attoprokash.com/

আমি আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছি। এবং পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে পছন্দ করি ও নতুন কিছু শিখতে পছন্দ করি। নতুন কিছু করার চেষ্টা করছি, জীবনে যা কিছু পেয়েছি আর যা পাইনি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ্‌। আল্লাহর সিদ্ধান্তর চেয়ে উত্তম কিছু হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *