রুপমকে একটা চাকরি দিন। সুবোধ সরকার কবিতা । জাহিদুল যাদু আবৃত্তি

রুপমকে একটা চাকরি দিন বিখ্যাত কবিতাটি, সুবোধ সরকারের একটি অনবদ্য সৃষ্টি। যুগ থেকে যুগ, শতাব্দী থেকে শতাব্দী বেকারত্বের ভয়াবহ চিত্র প্রকাশকারী বিখ্যাত কবিতাটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে স্বমহিমায়। সুবোধ সরকারের রুপমকে একটা চাকরি দিন কবিতাটিকে তিনটি ভাগে বিন্যস্ত করে প্রকাশ করা হয়েছে। যেখানে কবিতা আবৃত্তির পাশাপাশি আছে কবিতাটি। পাশাপাশি যারা আবৃত্তি এবং মুখস্ত করার জন্য কবিতাটি সংরক্ষণে রাখতে চান, তাঁরা কবিতার নিচে কবিতা সমৃদ্ধ ছবিটি ডাউনলোড করে নিতে পারেন।

কবিতাঃ  রুপমকে একটা চাকরি দিন
কবিঃ সুবোধ সরকার
আবৃত্তিঃ জাহিদুল যাদু
ভিডিও সম্পাদনাঃ অসীম সাহা

সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি পড়তে এবং আবৃত্তি শুনতে ভিজিট করুন – কেউ কথা রাখেনি কবিতা আবৃত্তি । জাহিদুল যাদু

রুপমকে একটা চাকরি দিন । সুবোধ সরকার । বাংলা কবিতা

রচনার ভাগসমূহ

“রূপমকে একটা চাকরি দিন—এম. এ পাস, বাবা নেই
আছে প্রেমিকা
সে আর দু’-এক মাস দেখবে, তারপর
নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে,
রূপম আজ চলি
তোমাকে মনে থাকবে চিরদিন।
রূপমকে একটা চাকরি দিন, যে কোন কাজ
পিওনের কাজ হলেও চলবে |

তমালবাবু ফোন তুললেন,
ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন
তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্জ্ঞেয়।
তমালবাবু মামাকে বললেন, রুপমের একটা চাকরি দরকার
মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে,
জ্যাঠা বললেন বাতাসকে।
মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে
প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে
অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে
আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য
নদী এসে আছড়ে পড়ল উপকূলে,
আসমুদ্র হিমাচল বলে উঠল
রূপমকে একটা চাকরি দাও, এম. এ. পাশ করে বসে আছে ছেলেটা।

কয়েক মাস বাদের ঘটনা, আমি বাড়িফিরছিলাম সন্ধেবেলায়
গলির মোড়ে সাত-আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম
জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেডবডি
সারা গায়ে ঘাস, খরকুটো, হাতের মুঠোয়
ধরে থাকা একটা এক টাকার কয়েন।
পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল, রূপম?
ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ।

সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয়, অক্ষর
এম. এ. পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়
সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে।

একটা ছেলেকে কেন আপনারা এম. এ. পড়ান, কোন আহ্লাদে আটখানা
বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন
এই কথাগুলো বলব বলে ফোন তুললাম পবিত্র সরকারের
ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল
২০ বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো কুড়ি বছর বাজবে।

বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে
নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল :
রূপমকে একটা চাকরি দিন।
কে রূপম?
রূপম আচার্য, বয়স ২৬, এম. এ. পাস
বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে।”

রুপমকে একটা চাকরি দিন কবিতা । আবৃত্তির ছবি

সুবোধ সরকারের রুপমকে একটা চাকরি দিন কবিতা আবৃত্তির জন্য খুবই বিখ্যাত কবিতা। পাশাপাশি যারা আবৃত্তি শিখতে চান, জাহিদুল যাদুর এই আবৃত্তিটি অনুসরণ করতে পারেন। পাশাপাশি অবসরে পড়া এবংমুখস্ত করার জন্য সুবোধ সরকারের রুপকে একটা চাকরি দিন কবিতার ছবি ডাউনলোড বা সেইভ করে রাখুন আপনার মোবাইল ফোনে।

রুপমকে একটা চাকরি দিন কবিতা । সুবোধ সরকার

আত্মপ্রকাশ সম্পাদক

https://attoprokash.com

আত্মপ্রকাশে অপ্রকাশিত গল্প এবং বুক রিভিউ এবং প্রবন্ধ প্রকাশ করতে যোগাযোগ করুন (ইমেইল-attoprokash.blog@gmail.com) অথবা ফেইসবুক পেইজ ইনবক্স। সর্বনিম্ন ১০০০ শব্দ হতে যেকোনো ঊর্ধ্ব সীমার ছোট গল্প গ্রহণযোগ্য। আপনার গল্প আত্মপ্রকাশ বিচারকদের দ্বারা নির্বাচিত হলে আপনাকে জানানো হবে এবং তা সরাসরি প্রকাশ করা হবে আত্মপ্রকাশে। আপডেট জানতে ফেইসবুক গ্রুপে সক্রিয় থাকুন।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *