প্রেম ও ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের উক্তি | আলোচিত বাণী সমাবেশ

আধুনিক বাঙ্গালী কবি ও লেখক জীবনানন্দ দাশ ১৭ ফ্রেব্রুয়ারি ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি রুপসী বাংলার কবি হিসেবেও খ্যাত হয়েছিলেন। তাঁর কবিতায় উঠে আসতো গ্রাম বাংলার ঐতিয্যময় নিসর্গ ও রুপকথা-পুরাণের জগত। পাশাপাশি তিনি প্রেম ও ভালোবাসা নিয়ে লিখেছেন অসংখ্য হৃদয়গ্রাহী কবিতা ও উক্তি। জীবনানন্দ দাশ মূলত কবি হলেও তিনি মৃত্যুর পূর্বে লিখে গেছেন ২১ টি উপন্যাস ও ১০৮ টি ছোটগল্প যার একটিও তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়নি। তাঁর জীবন কেটেছে চরম দরিদ্র দশায়। এই নির্জনতম কবি ২২ অক্টোবর ১৯৫৪ সালে মৃত্যুবরণ করেন। প্রেম ও ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের উক্তি ও কবিতাংশ নিয়েই আত্মপ্রকাশের আজকের আয়োজন।

প্রেম ও ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের উক্তি

প্রেম ভালোবাসা নিয়ে কিছু লিখে যাননি এমন কবি সাহিত্যিক নেই বললেই চলে। তবে সবার প্রেম ও ভালোবাসাবোধ একরকম নয়। কারো কারো ভীষণ গভীর। গভীর প্রেমবোধ সম্পন্ন কবি জীবনানন্দ দাশের প্রেম উক্তি সমূহ নিম্নরুপ-“একদিন—একরাত করেছি প্রেমের সাথে খেলা!

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“একরাত—একদিন করেছি মৃত্যুরে অবহেলা ।
একদিন—একরাত;—তারপর প্রেম গেছে চ’লে,—
সবাই চলিয়া যায়, —সকলের যেতে হয় ব’লে”

উপরোক্ত উক্তিটি জীবনানন্দ দাশের উক্তি, তাঁর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধূসর পান্ডুলিপি’ থেকে চয়ন করা হয়েছে।

“তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়।”

 

“আমাকে খোঁজো না তুমি বহুদিন-
কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু –
একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়… ”

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-2
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে – আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর। ”

 

“সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস –
আকাশের ওপারে আকাশ।”

 

“শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
বলিলাম: ‘একদিন এমন সময়
আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
পঁচিশ বছর পরে!”

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-3
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“ভালবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,
অবহেলা করে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,
ঘৃণা করে দেখিয়াছি মেয়েমানুষেরে;
আমারে সে ভালবাসিয়াছে,
আসিয়াছে কাছে,
উপেক্ষা সে করেছে আমারে,
ঘৃণা করে চলে গেছে-যখন ডেকেছি বারে বারে
ভালবেসে তারে”।

 

“জ্ঞান হোক প্রেম
-প্রেম শোকাবহ জ্ঞান
হৃদয়ে ধারণ ক’রে সমাজের প্রাণ
অধিক উজ্জ্বল অর্থে
করে নিক অশোক আলোক।”

 

“এক রাত আর এক দিন সাঙ্গ হলে
পশ্চিমের মেঘে আলো এক দিন হয়েছে সোনেলা!
আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্বলে
এক দিন রয় না কিছুই তবু — সব শেষ হয় —
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;”

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-4
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“হেঁয়ালি রেখো না কিছু মনে;
হৃদয় রয়েছে ব’লে চাতকের মতন আবেগ
হৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,-
যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ;
হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি?
মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমি..”

 

“তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয়”

 

“সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন”

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-5
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“তুমি একা! তোমারে কে ভালোবাসে! — তোমারে কি কেউ
বুকে করে রাখে!
জলের আবেগে তুমি চলে যাও —
জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে!

 

“আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেলো,
নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে,
একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায়-তারায় উড়িয়ে দিয়ে চলল
একটা দুরন্ত শকুনের মতো।”

উপরোক্ত উক্তিটি জীবনানন্দ দাশের উক্তিটি, তাঁর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ বনলতা সেন’ কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে।

“জ্ঞানের নিকট থেকে ঢের দূরে থাকে ।
অনেক বিদ্যার দান উত্তরাধিকারে পেয়ে তবু
আমাদের এই শতকের
বিজ্ঞান তো সংকলিত জিনিসের ভিড় শুধু— বেড়ে যায় শুধু;
তবুও কোথাও তার প্রাণ নেই ব’লে অর্থময়
জ্ঞান নেই আজ এই পৃথিবীতে; জ্ঞানের বিহনে প্রেম নেই।”

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-6
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“আবার আকাশের অন্ধকার ঘন হয়ে উঠেছে :
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়েছে উঠছে।”

 

“হেঁটে চলি তার পাশে, আমিও বলি না কিছু, কিছুই বলে না সে;
প্রেম ও উদ্বেগ ছাড়া অন্য-এক স্থির আলোচনা
তার মনে; –আমরা অনেক দূর চলে গেছি প্রান্তরের ঘাসে
দ্রোণ ফুল লেগে আছে মেরুন শাড়িতে তার –নিম-আমলকীপাতা
হালকা বাতাসে
চুলের উপরে উড়ে উড়ে পড়ে- মুখে চোখে শরীরের সর্বস্বতা
কঠিন এ সামাজিক মেয়েটিকে দ্বিতীয় প্রকৃতি মনে করে”।

 

“কোনো এক রমণীকে ভালোবেসে,
কোনো এক মরকের দেশে গিয়ে জোর পেয়ে,
কোন এক গ্রন্থ প’ড়ে প্রিয় সত্য পেয়ে গেছি ভেবে,
অথবা আরেক সত্য সকলকে দিতে গিয়ে অভিভূত হয়ে,
শরতের পরিষ্কার রাত পেয়ে সব চেয়ে পোষাকী, উজ্জ্বল-
চিন্তা তবু বর্ষারাতে দ্বার থেকে দ্বারে
ভিজে কুকুরের মত গাত্রদাহ ঝাড়ে।
সমাধির ঢের নিচে- নদীর নিকটে সব উঁচু উঁচু গাছের শিকড়
গিয়ে নড়ে”।

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-7
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের দু-জনার মনে;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে ”

 

“যদি আজ পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই
যদি আমি চলে যাই
নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!
তুমি যদি রহিতে দাঁড়ায়ে!
নক্ষত্র সরিয়া যায়, তবু যদি তোমার দু — পায়ে
হারায়ে ফেলিতে পথ — চলার পিপাসা! —
একবার ভালোবেসে —
যদি ভালোবাসিতে চাহিতে তুমি সেই ভালোবাসা”।

 

“মনে হয় শুধু আমি, আর শুধু তুমি
আর ঐ আকাশের পউষ-নীরবতা
রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে কত কাল
কহিয়াছি আধো আধো কথা!”

 

“তোমায় আমি দেখছি ঘুরেফিরে
দেয়াসিনীর মত শরীরে
খুঁজছ এসে নিজের মনের মানে
কাকে ভালোবেসে যেন- ভালোবাসার মানে”।

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-8 (1)
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“কী কথা তাহার সাথে? – তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।”

 

“অনেক মুহুর্ত আমি ক্ষয়
করে ফেলে বুঝেছি সময়
যদিও অনন্ত, তবু প্রেম সে অনন্ত নিয়ে নয়।
তবুও তোমাকে ভালোবেসে
মুহুর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকুলে জেগে রয় :
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ-হৃদয়।”

 

“কারা কবে কথা বলেছিলো,
ভালোবেসে এসেছিলো কাছে,
তা’রা নেই, তাদের প্রতীক হয়ে তবু,
প্রাচীন কয়েকটি গাছ আছে;”

 

“রাতের বাতাস আসে
আকাশের নক্ষত্রগুলো জ্বলন্ত হয়ে ওঠে
যেন কাকে ভালোবেসেছিলাম-
তখন মানবসমাজের দিন‌গুলো ছিল মিশরনীলিমার মতো”।

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-8
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“যেখানে আকাশে খুব নীরবতা শান্তি খুব আছে,
হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ
আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের মানুষ
আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে:”

 

“আমাকে দ্যাখোনি তুমি; দেখাবার মতো
অপব্যয়ী কল্পনার ইন্দ্রত্বের আসনে আমাকে
বসালে চকিত হ’য়ে দেখে যেতে যদি— তবু, সে-আসনে আমি
যুগে-যুগে সাময়িক শত্রুদের বসিয়েছি, নারি,
ভালোবেসে ধ্বংস হ’য়ে গেছে তা’রা সব।
এ-রকম অন্তহীন পটভূমিকায়— প্রেমে—
নতুন ঈশ্বরদের বার-বার লুপ্ত হ’তে দেখে
আমারো হৃদয় থেকে তরুণতা হারায়ে গিয়েছে;
অথচ নবীন তুমি”।

 

“মনে হয় প্রাণ এক দূর স্বচ্ছ সাগরের কূলে
জন্ম নিয়েছিলো কবে;
পিছে মৃত্যুহীন জন্মহীন চিহ্নহীন
কুয়াশার যে-ইঙ্গিত ছিলো—
সেই সব ধীরে-ধীরে ভুলে গিয়ে অন্য এক মানে
পেয়েছিলো এখানে ভূমিষ্ঠ হ’য়ে— আলো জল আকাশের টানে;
কেন যেন কাকে ভালোবেসে”।

 

“তোমায় ভালবেসেছি আমি, তাই
অন্ধকারে ঘাসের গন্ধ পাই ;
কালো বেতের ফলে নিবিড় দিন
কোথায় থেকে আবার এলো ভেসে।
মনে পড়ে, জলের মতন ঘুরে অবিরল
পেয়েছিলাম জামের ছায়ার নিচে তোমার জল,
যেন তোমার আমার হাজার হাজার বছর মিল,
মনের সঙ্গে শরীর যেমন মেশে ;
মৃত্যু এলে মরে যেতে হবে
ভালবাসা নদীর জলের মত হয়ে রবে,
জলের থেকে ছিঁড়ে গিয়েও জল
জোড়া লাগে আবার যেমন নিবিড় জলে এসে”।

 

“সুজাতাকে ভালোবাসতাম আমি —
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;”

প্রেম-ও-ভালোবাস-নিয়ে-জীবনানন্দ-দাশ-উক্তি-বাণী-jibannando-das-love-quotes-bangla-bani-10
প্রেম ও ভালোবাস নিয়ে জীবনানন্দ দাশ উক্তি

“আজকে, ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল;
তবুও এ-জল কোথার থেকে এক নিমেষে এসে
কোথায় চ’লে যায়;
বুঝেছি আমি তোমাকে ভালোবেসে
রাত ফুরুলে পদ্মের পাতায়”।

 

“ঢের দিন বেঁচে থেকে দেখেছি পৃথিবীভরা আলো
তবুও গভীর গ্লানি ছিল কুরবর্ষে রোমে ট্রয়ে;
উত্তরাধিকারে ইতিহাসের হৃদয়ে
বেশি পাপ ক্রমেই ঘনালো।
সে গরল মানুষ ও মনীষীরা এসে
হয়তো বা একদিন ক’রে দেবে ক্ষয়;
আজ তবু কণ্ঠে বিষ রেখে মানবতার হৃদয়
স্পষ্ট হতে পারে পরস্পরকে ভালোবেসে।”

ভালোবাসা ও প্রেম নিয়ে জীবনানন্দ দাশের উক্তি এবং কবিতাগুলো মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে যুগ যুগ ধরে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।
জীবনানন্দ দাশের প্রেম উক্তিগুলো বিভিন্ন বাংলা ব্লগ এবং তাঁর রচিত কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।

মোঃ ওয়ালীউল্লাহ অলি

http://enlightentricks.com

সমসাময়িক একজন মানুষ। রক্তে মিশে থাকা লেখালেখি থেকেই ব্লগিং এর অনুপ্রেরণা। লিখতে ভালোবাসি। প্রচুর লিখতে হবে, বাঁচতে হলে লিখতে হবে। এই ব্রত মাথায় নিয়েই লিখে চলেছি। বাংলার পাশাপাশি ইংলিশেও ব্লগিং করছি Enlighten Tricks ওয়েবসাইটে।

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *