উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বিখ্যাত বাণী সমূহ
উইলিয়াম শেক্সপিয়ার (William Shakespeare) । তিনি ১৫৬৪ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাঁকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাঁকে ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে। তাঁর যে রচনাগুলির মধ্যে রয়েছে ১৫৪টি সনেট, ৩৮টি নাটক, দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেক্সপিয়ার অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তাঁর নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিক সময় মঞ্চস্থ হয়েছে। এই আর্টিকেলে উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বাণীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজানো হয়েছে।
উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও উপদেশ বাণী সমূহ
উইলিয়াম শেক্সপিয়ারের উক্তিসমূহকে ৩টি ভাগে ভাগ করে এখানে উপস্থাপন করা হয়েছে।
রচনার ভাগসমূহ
জীবন নিয়ে উক্তি
প্রত্যেকটি মানুষের জীবনবোধ ভিন্ন। তারপরেও কিছু মানুষের জীবনবোধ আমাদেরকে জীবনকে চিনতে শেখায়। অন্যভাবে বাঁচার অণুপ্রেরণা দেয়। জীবন নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বাণীসমূহ আমাদের জীবনের পাথেয়।
“ সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো।”
“ মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে।”
“ জীবন মানে অনিশ্চিৎ ভ্রমণ।”
“পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই একেকজন অভিনেতা/ অভিনেত্রী। শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন।”
“আমি অনুভব করছি তা চলে গেছে কিন্তু কখন তা আমি জানি না।”
“পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ।”
“ওহে, কেউকি আমাকে শেখাবে কী করে আমি চিন্তা করা ভুলতে পারি!”
জীবন নিয়ে জীবনানন্দ দাশের অসাধারণ কিছু উক্তি পড়ে নিতে পারেন >> জীবনানন্দ দাশের বিখ্যাত উক্তি
দুঃখ নিয়ে উক্তি
দুঃখবোধ মানুষকে পরিণত করে। দুঃখবোধ থেকে সৃষ্টি নির্মম কিছু অনুভূতি। জ্ঞানী গুণী মানুষজন সহজেই সে অনুভূতিকে ধারণ করে প্রকাশ করতে পারেন। উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি এবং বাণী থেকে আমরা তেমনই কিছু অনুভূতির দেখা পাই।
“প্রত্যাশাই সকল মর্মবেদনার কেন্দ্র বিন্দু।”
“আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ”
“আমার জিহ্বা আমার হৃদয়ের রাগগুলো প্রকাশের জন্যই।”
“সেসব গোপন করতে গেলে হৃদয়টি ভেঙ্গে চুরমার হয়ে যাবে।”
“যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো।”
দুঃখ ও বিরহের কবই হেলাল হাফিজের মনোমুগ্ধকরে উক্তিগুলো পড়ে নিন >> হেলাল হাফিজের জনপ্রিয় উক্তি
ভালোবাসা নিয়ে বাণী
ভালোবাসা নিয়ে প্রতিটি মানুষের অভিব্যক্তি ভিন্ন। প্রেম-ভালোবাসাকে এক একজন নিয়েছেন এক একভাবে। তাঁদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও ভালোবাসা যেন একই সূত্রে গাঁথা। প্রেম ও ভালোবাসা নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের বাণী ও বিখ্যাত উক্তি সমূহ নিচে দেয়া হলো।
“ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা।”
“সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না।”
“অনেক প্রেমদেবতা (কিউপিড) আছেন যারা তীর দিয়ে খুন করেন, আর কিছু আছেন যারা ফাঁদে ফেলে মারেন।”
“মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে।”
“আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব?
তুমি একটু বেশিই প্রেমময় ও নাতিশীতোষ্ণ।”
প্রেম ও ভালোবাসা নিয়ে শেখ সাদীর অসাধারণ কিছু উক্তি পড়ে নিন >> শেখ সাদীর হৃদয় ছোঁয়া বাণী সমাবেশ
এই অল্প কিছু উক্তি বা বাণী দিয়ে উইলিয়াম শেক্সপিয়ারকে জানা বা বুঝা সম্ভব নয়। তাঁর গভীরতা বিশাল। তাঁর বিশালতায় ডুবতে হলে তাঁর গভীরে যেতে হবে। তাঁকে পড়তে হবে।
উক্ত আর্টিকেলের উক্তি ও বাণীসমূগ বিভিন্ন ব্লগ, উইকিপিডিয়া এবং শেক্সপিয়র রচিত গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।
2 Comments
[…] উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বিখ্যাত… […]
আপনার কালেকশন (সংগ্রহ) ভালো। চালিয়ে যান। আমার সবচেয়ে ভালো লেগেছে এটি-“মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে।”